এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু- রাজীবকে নাম না করে ভুঁইফোড় নেতা বলে কটাক্ষ কাকলির। জল্পনা তুঙ্গে !

শুভেন্দু- রাজীবকে নাম না করে ভুঁইফোড় নেতা বলে কটাক্ষ কাকলির। জল্পনা তুঙ্গে !


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার পরে দলের একাংশের রোষের মুখে পড়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁকে নিয়ে একাধিক তীর্যক বক্তব্য রেখেছিলেন দলের কিছু নেতা। এবার দলের বিরুদ্ধে বেসুরো গাইবার পর দলের একাংশের রোষের মুখে পড়লেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বিদ্রোহীদের সরাসরি নাম না নিয়েও তাঁদের প্রতি কড়া বক্তব্য রাখলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূল সাংসদ স্পষ্ট জানিয়ে দিলেন যে, শাসকদল তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো নেতা নেই। এমন কোন নেতা নেই, যিনি তৃণমূলের বিন্দুমাত্র ক্ষতি করতে পারবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই যে দলের শেষ কথা, তা আবার জানালেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

আজ শনিবার সকালে পশ্চিমবঙ্গ বঙ্গজননী বাহিনীর হাওড়া সদরের জেলা সম্মেলনে যোগদান করেছিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এই সম্মেলন থেকে সাংসদ স্পষ্ট হয়ে জানালেন যে, দু – একজন ভুঁইফোড় নেতা কোথায় কি বলছেন? বা কোথায় কি করছেন? তাতে কিছু এসে যায়না শাসকদল তৃণমূলের। তিনি দাবি করেছেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে অন্য কোন নেতা পশ্চিমবঙ্গে কিছুই করতে পারবেন না।

আজকের এই সম্মেলন থেকে সরাসরি নাম না নিয়েও শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন তিনি। তাঁদের সম্পর্কে তিনি জানালেন যে, টাকা থাকলে অনেক পোস্টার ছাপানো সম্ভব। তাঁদের হয়তো অনেক টাকা আছে, তাই তাঁরা পোস্টার ছাপাচ্ছেন। তিনি জানালেন যে, তাঁরা (সাংসদ) এত পোস্টার লাগাতে পারেন না, এত পোস্টার ছাপাতেও পারেন না।

আপনার মতামত জানান -

এর সঙ্গে সঙ্গে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানালেন যে, যারা এমন ধরনের কাজের সঙ্গে লিপ্ত আছেন, তাঁরা যদি ভেবে থাকেন যে, তাঁদের ছাড়া দল চলবে না, তাহলে ভুল ভাবছেন তাঁরা। তৃণমূল কংগ্রেসের একমাত্র সম্পদ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে গোটা রাজ্যে নির্বাচন হবে, বলে তিনি জানালেন । তিনি দাবি করেছেন যে, এবারও জনগণ ভোট দেবেন মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন রাজ্যের মানুষ। তৃণমূলের সমস্ত কর্মী আছেন দলের সঙ্গে। সুতরাং, দু- একজন ভুঁইফোড় নেতা কি বললেন? বা কি করলেন? তাতে কিছুই এসে যায় না।

বিদ্রোহী নেতাদের প্রতি তিনি জানালেন যে, দলের এই নেতারা জানেন না, যে মানুষ তাঁদেরকে চেনেন, ভালোবাসেন শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। সাংসদ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে পশ্চিমবঙ্গে কোন নেতা কিছুই করতে পারবেনা। যা দিনের আলোর মতই পরিষ্কার। আজ এভাবেই তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার দলের বিদ্রোহীদের প্রতি তীব্র ভাবে সরব হলেন। অনেকেই মনে করছেন যে, দলের এই দুই বিদ্রোহী দলের প্রতি ক্ষুব্ধ হয়ে দল ছেড়ে দিতে পারেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!