এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু থাকছেন নাকি থাকছেন না লক্ষ টাকার প্রশ্ন এখন সেটাই,

শুভেন্দু থাকছেন নাকি থাকছেন না লক্ষ টাকার প্রশ্ন এখন সেটাই,


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  শুভেন্দু অধিকারীকে নিয়ে ক্রমশই সংশয় বাড়ছে শাসক দল তৃণমূলের। এক সময়ের এই দাপুটে নেতা অভিমান করে আছেন দলের প্রতি। দলের সঙ্গে তাঁর সম্পর্কও প্রায় তলানিতে। তিনি দলে থাকবেন? না দল ছাড়বেন? তা নিয়া বাড়ছে সংশয়। এই আবহে গতকাল সোমবার শুভেন্দু অধিকারীর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক করলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। তবে, গতকাল সন্ধ্যা পর্যন্ত জানা যায় নি যে, তাদের এই বৈঠক কখন হচ্ছে? এমনকি এ বৈঠক আদৌ হবে কিনা?

গতকালের এই বৈঠকের বিষয় নিয়ে জানতে সাংসদ সৌগত রায়কে সাংবাদিকরা ফোন করলে, তিনি নিরুত্তর ছিলেন। তেমনি নিরুত্তর ছিলেন শুভেন্দু অধিকারী। অনেক পরে জানা গেল যে, দুজনের মধ্যে বৈঠক হয়ে গেছে। কিন্তু তাদের মধ্যে কি কথাবার্তা হল? সে বিষয়ে তাঁরা সংবাদমাধ্যমের কাছে সম্পূর্ণ নীরব। সূত্রের খবর চা-বিস্কুট খেয়ে তাঁদের এই বৈঠক শুরু হয়েছিল, যা চলেছিল দেড় ঘণ্টাব্যাপী। তবে, এই বৈঠকে কোন রফা সূত্র বেরিয়েছে কিনা? তার কোনো খবর পাওয়া যায়নি। এ প্রসঙ্গে জনৈক তৃণমূল নেতা জানালেন যে, শুভেন্দু অধিকারী হয়তো রফা করতে চাননি। সৌগত রায়ও হয়তো জানতেন যে, কোন লাভ হবে না এই বৈঠক করে। যার ফলে শুভেন্দু অধিকারীকে নিয়ে সংশয় বাড়তে শুরু করেছে।

এদিকে, কিছুদিন ধরে তৃণমূলের মুখপাত্ররা বলে আসছেন যে, শুভেন্দু অধিকারী হলেন তৃণমূলের একজন বিশিষ্ট নেতা। দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির সদস্য তিনি। আবার, মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দুটি দপ্তরের দায়িত্বে আছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, এটি একটি কৌশল ছাড়া কিছুই নয়। এমনও হতে পারে, এর মধ্যে দিয়ে তৃণমূল নেতারা দেখাতে চান যে, শুভেন্দু অধিকারীকে দল যথেষ্ট সম্মান, মর্যাদা ও গুরুত্ব দিয়ে থাকে। আর তিনি নিজে যেহেতু দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির সদস্য, তাই দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তাঁর অনাস্থা থাকার কথা নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার মন্ত্রিসভায়ও তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ স্থানে আছেন। তবে, শুভেন্দু অধিকারীর অনুগামীদের বক্তব্য, শুভেন্দু অধিকারীর প্রশ্নের জবাব এর মধ্যে নেই। তবে, কি তাঁর প্রশ্ন? সেটাও স্পষ্ট নয়। এদিকে শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রথম বৈঠকের পর তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছিলেন যে, শুভেন্দু অধিকারী কোন শর্ত দেননি, তবে কিছু বক্তব্য রেখেছেন তিনি। যা সংবাদ মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়। এই বক্তব্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে পেশ করবেন বলে জানিয়েছিলেন।

দলীয় সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর বক্তব্য হলো ভোট কুশলী পিকের নির্দেশ মতো দল চলতে পারে না। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতেও দল চলতে পারে না। মুখ্যমন্ত্রীকেই সরাসরি নির্দেশ দিতে হবে। এবং সেইসঙ্গে তিনি যেসব জেলার পর্যবেক্ষক ছিলেন, সেগুলি তাঁকে ফিরিয়ে দিতে হবে। শুভেন্দু অধিকারীর বেশকিছু অনুগামী জানিয়েছেন যে, দলের কৌশল নির্ধারণের জন্য ইতিপূর্বে বেশ কিছু রাজনৈতিক দল প্রশান্ত কিশোরকে তলব করেছিল। কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে পিকে সর্বেসর্বা হয়ে ওঠেননি। এখানে যেন পিকে দলের সাংগঠনিক সিদ্ধান্ত নিতে শুরু করেছেন।

ইতিমধ্যে দলে পিকের সর্বেসর্বা হয়ে ওঠার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী, মুর্শিদাবাদের হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। যারা প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন, আরও কিছু বিধায়ক সুযোগ এলেই যে এমনটা করতে পারেন, সে ব্যাপারেও আশঙ্কা আছে। এদিকে আজ খেজুরি দিবস উপলক্ষে পদযাত্রা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। এই সভাতে তিনি কোনো কিছু জানান কিনা? সেদিকে কৌতূহল সকলের। শুভেন্দু অধিকারীকে নিয়ে দলের সংশয় ক্রমশই বাড়ছে। তাঁর মতো জনপ্রিয় নেতা যদি ভোটের আগে দল ছেড়ে চলে যান, তবে যে যথেষ্ট বিপাকে পড়বে তৃণমূল, তা আর বলার অপেক্ষা রাখে না।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!