এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুকে বিজেপিতে আহ্বান জানালেন মুকুল রায়, করলেন মন্তব্য !

শুভেন্দুকে বিজেপিতে আহ্বান জানালেন মুকুল রায়, করলেন মন্তব্য !


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   শুভেন্দু অধিকারীকে নিয়ে দলে টানাপোড়েন চলছিল বহুদিন ধরেই। তিনি মন্ত্রিত্ব ত্যাগ করতে পারেন, এই আশঙ্কার কথা শোনা যাচ্ছিল বহুদিন ধরেই। আজ শুক্রবার মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভা থেকে তাঁর ইস্তফা দেবার পরেই, তাঁকে বিজেপিতে যোগদানের আহ্বান জানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। এ প্রসঙ্গে মুকুল রায় জানালেন যে, শুভেন্দু অধিকারী তৃণমূল স্তর থেকে রাজনীতি করেছেন। তিনি গণ আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা নেতা। তাই তিনি বিজেপিতে এলে রাজ্য রাজনীতিতে পরিবর্তনের আন্দোলন আরো শক্তিশালী হতে পারবে।

ইতিপূর্বে শুভেন্দু অধিকারীকে বিজেপি দলে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে বিজেপি নেতা মুকুল রায় জানালেন যে, শুভেন্দু অধিকারীর বিষয়ে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব অবগত আছেন। শুভেন্দু অধিকারী গণ আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে উঠে এসেছেন। তাঁর একটা গণ ভিত্তি আছে। তাই তাঁকে তিনি বিজেপিতে আসার আহ্বান জানালেন। তবে, শুভেন্দু অধিকারীকে নিয়ে আশা ছাড়তে এখনো নারাজ শাসক দল তৃণমূল শিবির।

তবে, শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ায় শাসক দল তৃণমূল যেমন অস্বতিতে, অপরদিকে তেমনি আনন্দিত বিরোধী শিবির। উচ্ছাস প্রকাশ করেছে বিরোধী শিবিরের বেশকিছু নেতা। তাঁদের ধারণা, এর ফলে আগামী বিধানসভা নির্বাচনে একটা বড়সড় ধাক্কা খেতে পারে শাসকদল তৃণমূল। শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছাড়াকে শাসকদল তৃণমূল এর প্রতি অশনিসংকেত বলে মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, কংগ্রেসের জনৈক প্রবীণ নেতা এ প্রসঙ্গে জানালেন যে, শুভেন্দু অধিকারী তৃণমূলের এমন একজন নেতা, যার সমগ্র রাজ্যজুড়ে গ্রহণযোগ্যতা আছে। তিনি যে জনপ্রিয়, এ ব্যাপারে কোন সন্দেহ থাকতে পারে না। তৃণমূলের বাকিরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোতে আলোকিত। যেজন্য ফিরহাদ হাকিমকে বলতে শোনা গেছে যে, তাঁরা যে সিঁড়ি বেয়ে উঠেছেন, তা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন। আবার কোন কোন তৃণমূল নেতা বলে থাকেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তাঁরা নেতা হয়েছেন। কিন্তু শুভেন্দু অধিকারী তেমন নন।

বাম নেতারাও শুভেন্দু অধিকারী সম্পর্কে এই ধরনের বক্তব্য প্রকাশ করেছেন। প্রসঙ্গত, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময় বাম কংগ্রেসের বেশ কিছু নেতা চেয়ে ছিলেন যে, শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে তাদের দলে চলে আসুন। তবে, সম্প্রতি শুভেন্দু অধিকারীকে দলে আনতে বিশেষভাবে আগ্রহী বিজেপি। বাংলায় বিজেপির গ্রহণযোগ্য মুখের অভাব আছে। আবার তৃণমূল বারবার বিজেপিকে বহিরাগত বলে কটাক্ষ করছে। তাই এই অবস্থায় শুভেন্দু অধিকারীকে দলে আনতে পারলে, তৃণমূলের বহিরাগত অস্র অনেকটা ভোঁতা হয়ে যাবে। আবার বাংলায় একটি নতুন মূখ পাবে বিজেপি।

শুভেন্দু অধিকারী হলেন এমন এক মুখ, যার মধ্যে একদিকে যেমন আছে জনপ্রিয়তা। তেমনি অন্যদিকে আছে সাংগঠনিক দক্ষতা। সেই সঙ্গে তিনি পরিশ্রমি নেতা। বিজেপিতে তিনি যোগদান করবেন কিনা? এই বিষয় নিয়ে তিনি নিজে ও তার ঘনিষ্ঠরা কোন বক্তব্য রাখেন নি। তাঁর অনুগামীরা জানিয়েছেন, ” রাজনীতিতে ধৈর্য্য ও সংযম বড় কথা। দাদা কী করবেন তা নিয়ে কোনও তাড়াহুড়ো নেই।” শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা তীব্র রাজ্যের রাজনীতিতে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!