এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > শুভেন্দুর বিজেপি যোগের জল্পনা আরও সুদৃঢ়? গেরুয়া শিবিরের রাজ্য নেতা জানালেন আরও স্পষ্ট ভাষায়?

শুভেন্দুর বিজেপি যোগের জল্পনা আরও সুদৃঢ়? গেরুয়া শিবিরের রাজ্য নেতা জানালেন আরও স্পষ্ট ভাষায়?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূলের প্রবল প্রতিপক্ষ হয়ে উঠেছে বিজেপি। রাজ্যে ক্রমশ নিজের শক্তি বৃদ্ধি করে শাসকদলের একেবারে ঘাড়ে নিশ্বাস ফেলতে শুরু করেছে বিজেপি। আর এই পরিস্থিতিতে গত শুক্রবার শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন, তাঁর বিজেপি যোগের জল্পনা বাড়ছে রাজ্য জুড়ে। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের সম্ভাবনা সম্পর্কে বক্তব্য রাখলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়।

আগামী বিধানসভা নির্বাচনে দলের জনসংযোগ বাড়াতে চায় পে চর্চার মত জনসংযোগ মূলক কর্মসূচিকে বেছে নিয়েছে বিজেপি। আজ সোমবার সকালে দুর্গাপুরের রাতুরিয়াতে চা-চক্রে যোগদান করেছিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। এই চা-চক্রের অনুষ্ঠান থেকে সাম্প্রতিক রাজ্য রাজনীতি, শাসকদল তৃণমূল, শুভেন্দু অধিকারী প্রভৃতি বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখলেন তিনি।

বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় কে প্রশ্ন করা হয়েছিল যে, শুভেন্দু অধিকারী যদি বিজেপিতে যোগদান করেন, তবে কি বিজেপি লাভবান হবে? এর উত্তরে রাজু বন্দ্যোপাধ্যায় জানান যে, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করলে বিজেপি অবশ্যই লাভবান হবে। তিনি জানালেন যে, রাজনীতিতে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর একটা বিরাট অবদান আছে। তাই তিনি বিজেপিতে যোগদান করলে, আরো তীব্র হবে বিজেপির লড়াই। আরো বেশি সংখ্যায় মানুষ এই লড়াইয়ে সামিল হবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় আরও জানালেন যে, তাঁরা শুভেন্দু অধিকারীকে দলে স্বাগত জানিয়েছেন। তবে, তিনি বিজেপিতে আসবেন কিনা? সেটা একান্তই তাঁর ব্যক্তিগত ব্যাপার। তবে, তাঁর এই বক্তব্যতে এটা স্পষ্ট যে, আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্যের শাসক দল তৃণমূলকে মাত করে দিতে শুভেন্দু অধিকারীকে বিজেপিতে আনার প্রচেষ্টা চালাবে রাজ্য বিজেপি।

অন্যদিকে আজ সকালে রাতুরিয়ার চা চক্র থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিরূপ মন্তব্য করলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় জানালেন যে, মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছেন। তাই তিনি জেলা সফর করতে শুরু করেছেন। কিন্তু এতে কোনো লাভ হবে না বলেই তাঁর দাবি।

এরপর, তিনি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরকে কটাক্ষ করে জানালেন যে, যার দুধের দাঁত ভাঙ্গে নি, তাঁকে নিয়ে তিনি কিছু বলতে চান না তিনি। তিনি আরও জানান যে, একজন জিরো ব্যালান্সের নেতাকে মুখ্যমন্ত্রী হিরো বানাচ্ছেন। তাই দলের অন্যান্য নেতারা তার জবাব দিচ্ছেন। একে একে সকলে দল থেকে সরে যাচ্ছেন। তিনি দাবি করেছেন যে, কয়েকদিন পর এই পিসি-ভাইপো কোম্পানিতে দুজন ছাড়া আর কেউই থাকবেন না। এভাবেই শাসক দলের প্রতি বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!