এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর গড়ে তীব্র গতিতে বাড়ছে বিজেপি? গেরুয়া চাপে ঘর ছাড়া একাধিক প্রভাবশালী তৃণমূল নেতা?

শুভেন্দুর গড়ে তীব্র গতিতে বাড়ছে বিজেপি? গেরুয়া চাপে ঘর ছাড়া একাধিক প্রভাবশালী তৃণমূল নেতা?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  শুভেন্দু গড়ে ক্রমশ নিজের জোর বাড়াচ্ছে বিজেপি। বিজেপির চাপে ভগবানপুর ২ ব্লকের অর্জুন নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ তৃণমূলের ১৬ জন সদস্য কিছুদিন ধরে ঘরছাড়া হয়েছেন। আগামী বুধবার থেকে র‌্যাফ মোতায়েন করে অর্জুন নগর গ্রাম পঞ্চায়েতের ধাঁইপুকুরিয়া প্রাইমারি স্কুলে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচির আয়োজন করা হবে। পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রথম কোন গ্রাম পঞ্চায়েত এলাকায় সশস্ত্র বাহিনীকে নিয়ে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে। এদিকে বিজেপির দাপটে গত চার পাঁচ দিন ধরে অর্জুন নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে তৃণমূল কর্মীদের মধ্যে।

এলাকাকে শান্ত করতে জেলা পুলিশের পক্ষ থেকে র‌্যাফ ও বাড়তি বাহিনী ভূপতি নগর থানায় পাঠানো হয়েছে। গতকাল রবিবার চার-পাঁচটি গ্রামে র‌্যাফ মোতায়েন করা হয়েছিল। এলাকায় বেশ কিছু তৃণমূল পার্টি অফিস বন্ধ হয়ে গেছে। পুরো এলাকার দখল নিয়েছে বিজেপি। এই ঘটনার জন্য ব্লক তৃণমূল সভাপতিকে দায়ী করা হয়েছে। গত শনিবার তাঁকে অপসারিত করে নতুন ব্লক সভাপতি আনা হয়েছে। নতুন ব্লক সভাপতি দু হাজার তৃণমূল কর্মীকে নিয়ে বাইক মিছিল করে ঘর ছাড়া তৃণমূল নেতাদের ঘরে ফেরানোর চেষ্টায় আছেন।

এদিকে গত ১ লা ডিসেম্বর রাতে অর্জুন নগর গ্রাম পঞ্চায়েতের খেজুরগাছিয়া, ভসরাগেড়িয়া, অর্জুননগর সহ চার-পাঁচটি গ্রামে বিজেপি ও তৃণমূলের ব্যাপক সংঘর্ষ বাধে। দু’দলের বেশকিছু কর্মীর ঘরবাড়িতে ভাঙচুর, লুটপাট চলে। এরপর তৃণমূলকে সরিয়ে এই এলাকার দখল নেয় বিজেপি। অভিযোগ উঠেছে, পঞ্চায়েত অফিস থেকে পঞ্চায়েত প্রধান তন্ময় প্রধানকে বের করে এনে তাঁকে প্রচণ্ড মারধর করেছে বিজেপি। অন্যদিকে তৃণমূল অঞ্চল সভাপতি বুদ্ধদেব বেরার বাড়ি ও গাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বিজেপি। তাঁর পরিবারের লোকদেরও মারধর করেছে।

আপনার মতামত জানান -

বিজেপির দাপটে বৃহস্পতিবার কুড়ি, পঁচিশ জন তৃণমূল নেতা এলাকা ছেড়ে পালিয়েছেন। সমস্ত জায়গার দখল নিয়েছে বিজেপি। ভগবানপুর ২ ব্লক তৃণমূল সভাপতি মানব পড়ুয়াকে অপসারিত করেছে তৃণমূল। আনা হয়েছে শশাঙ্ক শেখর জানাকে। গতকাল রবিবার তিনি দলীয় নেতাদের নিয়ে বৈঠক করেছেন। আজ সোমবার এই ব্লকের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হতে চলেছে। এ প্রসঙ্গে ব্লক সভাপতি শশাঙ্ক শেখর জানা জানালেন যে, এভাবে নৈরাজ্য চলতে দেওয়া যায় না। তাদের অনেক নেতা ঘরছাড়া। তারা ঘরছাড়া নেতাদের ঘরে ফেরাবার ব্যবস্থা করবেন।

অন্যদিকে, এ প্রসঙ্গে ভগবানপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল বর্মণ জানালেন যে, ১৬ জন পঞ্চায়েত সদস্যদের মধ্যে সকলেই ঘর ছাড়া। এই পরিস্থিতিতে এই পঞ্চায়েত এলাকায় দুয়ারে দুয়ারে কর্মসূচি হতে চলেছে। থানায় চিঠি লিখে বাড়তি বাহিনী দেওয়ার অনুরোধ করেছেন তাঁরা। তৃণমূলের অভিযোগ, বিজেপি এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। রোজ রাতে যেখানে চলছে বোমাবাজি। তবে, এ প্রসঙ্গে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী জানালেন যে, তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছে। গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত প্রতিরোধে তৃণমূল পিছু হটতে বাধ্য হচ্ছে। তবে, বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের পরিবেশ তৈরি করার যে অভিযোগ করা হয়েছে, তা একেবারেই ভিত্তিহীন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!