এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার শুভেন্দু-গড়কে নিয়ে বিস্ফোরক রাজ্যপাল! মুখে কুলুপ স্বয়ং শুভেন্দুর! জল্পনা বাড়ছে রাজ্যে

এবার শুভেন্দু-গড়কে নিয়ে বিস্ফোরক রাজ্যপাল! মুখে কুলুপ স্বয়ং শুভেন্দুর! জল্পনা বাড়ছে রাজ্যে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে রাজ্য সরকারের রয়েছে অম্ল মধুর সম্পর্ক। রাজ্য সরকারকে একাধিক বার, একাধিক বিষয়ে অভিযুক্ত করেছেন রাজ্যপাল। রাজ্যের আইন-শৃঙ্খলা, রাজ্যের শিক্ষা ব্যবস্থা, রাজ্যের পুলিশি ব্যবস্থা নিয়ে বারবার রাজ্যপাল অভিযোগ করেছেন। গতকাল রাজ্যপাল রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, রাজনৈতিক বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছে রাজ্য সরকার।রাজ্য সরকারের বিরুদ্ধে এই অভিযোগ এনে রাজ্যপাল টুইট করেছেন। যাকে কেন্দ্র করেই নতুন করে বিতর্কর সৃষ্টি হল।

সম্প্রতি রাজ্যপাল তাঁর একমাস দীর্ঘ দার্জিলিং সফরে এসেছেন। গতকাল সন্ধ্যায় দার্জিলিংয়ে বসেই টুইট করে তিনি জানালেন যে, ” পূর্ব মেদিনীপুর এবং অন্যত্র রাজনৈতিক বিরোধীদের মিথ্যা মামলা ও মাদক আইনে ফাঁসানো হচ্ছে বলে ইনপুট পাচ্ছি। তা যথেষ্ট উদ্বেগের বিষয়।” এরপরই রাজ্যপাল হুঁশিয়ারি দিয়েছেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় , রাজ্য পুলিশ, রাজ্য স্বরাষ্ট্র দফতরকে তিনি বলেছেন রাজনৈতিক বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসানো বন্ধ করতে হবে। রাজ্যপাল স্পষ্ট ভাবে জানালেন যে, জেলা পুলিশ সুপারেরা এরজন্য দায়বদ্ধ থাকবেন।

প্রসঙ্গত রাজ্যপাল তাঁর এই টুইটারে পূর্ব মেদিনীপুরের কথা উল্লেখ করেছেন। কিন্তু পূর্ব মেদিনীপুরে বিরোধী বলতে তিনি কাদের ইঙ্গিত করেছেন, তা অবশ্য স্পষ্ট নয়। পূর্ব মেদিনীপুরের তৃণমূল সভাপতি হলেন সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। রাজনৈতিকভাবে এই জেলায় সবচেয়ে বেশি ক্ষমতাশালী হলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি দলের সঙ্গে তিনি সম্পর্ক প্রায় গুটিয়ে নিয়েছেন। তাঁর বিরুদ্ধে বারবার বক্তব্য রাখছেন তৃণমূলের বিভিন্ন নেতারা। তাই পূর্ব মেদিনীপুরে রাজনৈতিক বিরোধী বলতে রাজ্যপাল শুভেন্দু অধিকারীকে ইঙ্গিত করেছেন কিনা, সে বিষয় নিয়ে কৌতূহল বাড়ছে। তবে , রাজ্যপাল তাঁর এই টুইটারে পূর্ব মেদিনীপুর ছাড়াও অন্যান্য স্থানের কথাও বলছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল রাজ্যপাল একাধিক টুইট করেছেন রাজ্য সরকারের প্রতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, রাজ্য পুলিশকে বারবার হুঁশিয়ারি দিয়েছে তিনি। তিনি টুইট করে লিখেছেন যে, গত ২০১১ সাল থেকে সমস্ত এনডিপিএস কেসের ডিটেল তিনি চেয়েছেন। এ ব্যাপারে প্রতিটি ঘটনা এখন থেকে তিনি নজর রাখবেন বলে জানিয়েছেন। তাঁর স্পষ্ট বক্তব্য, গণতন্ত্রে এই ধরণের বর্বরোচিত কাজের কোন জায়গা নেই। সুপ্রিমকোর্ট এর তীব্র সমালোচনা করেছে। এমন ধরণের কার্যকলাপ বারবার যদি চলতে থাকে, তবে তার ফল হতে পারে ভয়ানক।

রাজ্যপালের এই টুইট বিষয়ে কোনো মন্তব্য করেনি শুভেন্দু অধিকারী। কিন্তু তাঁর এই টুইটে রাজ্যপাল শুভেন্দু অধিকারীর দিকে ইঙ্গিত করেছেন কিনা? তা নিয়ে বাড়ছে নানা জল্পনা। শুভেন্দু অধিকারীর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের একটা সম্ভাবনার কথা বারবার শোনা যাচ্ছে রাজ্যের রাজনৈতিক মহলে। রাজ্যপালের এই বক্তব্য সে জল্পনা অনেকটা বাড়িয়ে দিল বলে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত।

প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী রাজ্যপালের এই টুইটকে সমর্থন জানালেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এ প্রসঙ্গে জানালেন যে, বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসানোর যে অভিযোগ রাজ্যপাল করেছেন, তা তিনি গত কয়েক বছর ধরেই করে আসছেন। তাঁর দাবি, তাঁর জেলা মুর্শিদাবাদে বহু মানুষকে মিথ্যা মাদক কেস দেয়া হয়েছে। গোটা বহরমপুর জেল ভরে গেছে মিথ্যা গাঁজার কেসে ফাঁসানো কংগ্রেস কর্মীদের নিয়ে। তাই তাঁর দাবি, এ বিষয়ে শুধু রাজ্যপাল প্রতিবাদ করলেই হবে না। মিথ্যা মামলা ও মিথ্যা মাদক কেস নিয়ে বাংলায় বিচারবিভাগীয় তদন্তের প্রয়োজন আছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!