এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মন্ত্রীত্ব ছেড়েছেন তৃণমূলের শুভেন্দু, কারণ ব্যাখ্যা করতে ময়দানে বিজেপির আইটি সেলের প্রধান!

মন্ত্রীত্ব ছেড়েছেন তৃণমূলের শুভেন্দু, কারণ ব্যাখ্যা করতে ময়দানে বিজেপির আইটি সেলের প্রধান!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী সম্প্রতি ইস্তফা দিয়েছেন মন্ত্রিত্ব পদ থেকে। যদিও এখনও তিনি দল ছাড়েননি এবং যতদিন না তিনি দল ছাড়ছেন ততদিন পর্যন্ত তাঁকে দলে রাখার সমস্ত চেষ্টাই চালিয়ে যাওয়া হবে বলেই মন্তব্য করতে শোনা গিয়েছিল সৌগত রায়কে। সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথাও শোনা গিয়েছিল।

তবুও এরইমধ্যে তিনি এরপর দল ছাড়বেন, সেই জল্পনাও প্রবল হয়ে উঠেছে। আর সেখানে তিনি যদি দল ছাড়েন, তবে তাঁর সঙ্গে তৃণমূলের অনেক নেতা মন্ত্রীও যে দল ছাড়বেন, সেকথাও মনে করেছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে তাঁকে নিয়ে ইতিমধ্যেই দলকে কার্যত ভাগ হয়ে যেতেও লক্ষ্য করা গেছে। সেখানে সংবাদমাধ্যমের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বক্তব্য রাখার পর সেই জল্পনা আরো বেড়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

আর এরই মধ্যে তাঁর মন্ত্রিত্ব ছাড়ার সম্ভাব্য কারণ উল্লেখ করতে দেখা গেছে অমিত মালব্যকে। এদিন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি টুইট করে সে কারণ সম্পর্কে ব্যাখ্যা করেছেন বলেই জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, বাঁকুড়া সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে প্রশাসনিক বৈঠকের সঙ্গে জনসভাও করতে দেখা গিয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেখানে প্রশাসনিক সভায় মন্ত্রী শ্যামল সাঁতরার সঙ্গে মুখ্যমন্ত্রীর একটি কথোপকথনের ভিডিও টুইট করেন এদিন শুভেন্দু অধিকারীর পদত্যাগের কারণ ব্যাখ্যা করেছেন তিনি। ওই ভিডিওয় দেখা গেছে, শ্যামল সাঁতরা মুখ্যমন্ত্রীর কাছে হাসপাতালের বেড বাড়ানোর দাবি জানান। আর তার বদলে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, “আগে ভোটটা দাও, তারপর দেখা যাবে।”

এদিন এই ভিডিটি দিয়ে টুইট করে অমিত মালব্য বলেন, “এটাই বাংলার সরকার? কেন মন্ত্রীরা তাঁকে ছেড়ে চলে যাচ্ছেন, তা নিয়ে বিস্মিত হওয়ার কিছু আছে কী?” সেখানে রাজ্য সরকার বারবার সাধারণ মানুষের কাছে উন্নয়নের খতিয়ান তুলে ধরলেও কোনও কাজই হচ্ছে না বলেই দাবি করেছেন অমিত মালব্য।

তাঁর কথায়, রাজ্য সরকার উন্নয়নকে সামনে রেখে কার্যত ‘ভাঁওতাবাজি’ করছে বলেই অভিযোগ করতে দেখা গেছে তাঁকে। সেইসঙ্গে আগামী নির্বাচন সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ভোটবাক্স মজবুত করে ফের বাংলা দখলে রাখাই শাসকদলের মূল উদ্দেশ্য বলেই মনে করছেন তিনি। আর সেই সত্যি সামনে আসার পরই মন্ত্রীরা দল ছেড়ে চলে যাচ্ছেন বলেও দাবি করেছেন তিনি।

যদিও তাঁর এই দাবি নতুন নয়। এর আগেও বারবার মুখ্যমন্ত্রীকে নানা কারণে কটাক্ষ করতে দেখা গিয়েছিল তাঁকে। সেখানে করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকার প্রায় ৫০ হাজার কোটি টাকা বিভিন্ন রাজ্যের জন্য দিয়েছে বলে জানিয়েছিলেন তিনি। সেখানে পশ্চিমবঙ্গ সরকার পেয়েছিল ৫৯২৬ কোটি টাকা। কিন্তু রাজ্য সরকার সেই টাকাও তছরুপ করেছে বলেই অভিযোগ করতে দেখা গিয়েছিল তাঁকে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!