এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর নামে খোলা হল দফতর, কার্যালয়ের রং নীল-সাদা থেকে বদলে গিয়েছে গেরুয়ায়, দেওয়াল লিখন কি স্পষ্ট?

শুভেন্দুর নামে খোলা হল দফতর, কার্যালয়ের রং নীল-সাদা থেকে বদলে গিয়েছে গেরুয়ায়, দেওয়াল লিখন কি স্পষ্ট?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শাসকদল তৃণমূলের সঙ্গে শুভেন্দু অধিকারী মনোমালিন্য বেশ কয়েক মাস ধরে চলছে। আবার, সপ্তাহ দুয়েক আগে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। তবে, এখনও তিনি বিধায়ক পদ বা দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দেন নি। তিনি দল ছেড়ে দিতে পারেন এমন একটা জল্পনা রাজ্যের সর্বত্র চলছে। তবে, তাঁর আগামী রাজনৈতিক পরিকল্পনার বিষয়ে তিনি ধোঁয়াশা রেখেছেন। স্থানে স্থানে করছেন তিনি দলহীন জনসংযোগ।

তাঁর অনুগামীরা বিভিন্ন জেলায় তাঁর ছবি দেওয়া পোস্টার দিতে শুরু করেছে। যেখানে লেখা থাকছে ‘ আমরা দাদার অনুগামী ‘। এরপর পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ও কাঁথি-৩ ব্লকের কুসুমপুর অঞ্চলে অঞ্চলে তাঁর অনুগামীরা ‘দাদার অনুগামী’ নাম দিয়ে দপ্তরও খুলেছেন। কিন্তু সরাসরি শুভেন্দু অধিকারীর নাম ব্যবহার করে দপ্তর খোলা ইতিপূর্বে হয়নি। শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত কাঁথি পুর এলাকায় যা দেখা গেলো। যে ঘটনা শুভেন্দু অধিকারীর বিজেপি জল্পনা আরো বাড়ালো।

তাঁর দপ্তরের রং গেরুয়া রাখায় শুভেন্দু অধিকারী বিজেপির জল্পনা তীব্রতর হতে শুরু করেছে। কার্যালয়ের রং কেন গেরুয়া রাখা হল? এই প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পরিচিত পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কণিষ্ক পণ্ডা জানালেন যে, গেরুয়া রং হলো ত্যাগের প্রতীক। সে কারণেই কার্যালয়ের রং গেরুয়া রাখা হয়েছে। শুভেন্দু অধিকারীর নামে সহায়তা কেন্দ্র খোলার কারন হিসেবে তাঁর কাছে প্রশ্ন করায়, তিনি জানালেন যে, জনগণের পাশে থাকার তাগিদেই খোলা হয়েছে এই কেন্দ্র। এই কেন্দ্রে কেউ কোন সমস্যা সমস্যা নিয়ে যদি আসেন, তবে প্রয়োজনমতো শুভেন্দু বাবুর নির্দেশে সবরকম সহযোগিতা পাবেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কণিষ্ক পণ্ডা আরো জানিয়েছেন যে, আগামীতে পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত ব্লকে শুভেন্দু অধিকারীর নামে খোলা হবে এরকম সহায়তা কেন্দ্র। এরপর রাজ্যের সমস্ত জেলায় শুভেন্দু অধিকারীর অনুগামীরা নেমে পড়বেন নিজেদের কাজে। আগামী দিনে কি করতে চলেছেন শুভেন্দু অধিকারীর অনুগামীরা? কি তাঁদের মূল উদ্দেশ্য? এ প্রসঙ্গে কণিষ্ক পণ্ডা জানালেন যে, তৃণমূল সরকারকে উৎখাত করে দেওয়াই শুভেন্দু অধিকারীর অনুগামীদের মূল উদ্দেশ্য। যে উদ্দেশ্যে রাজ্যের স্থানে স্থানে কাজ করে চলেছেন শুভেন্দু অধিকারীর অনুগামীরা।

কণিষ্ক পণ্ডা জানালেন শহীদ ক্ষুদিরামের জন্মদিনে গড়বেতার সভায় শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন , ” পান্তা খাওয়া ছেলেটা আদর্শের জন্য লড়াই করছে।” তিনি জানালেন সেই আদর্শের লড়াই থেকে পিছিয়ে যাবেন না শুভেন্দু অধিকারী।
এভাবে, সরাসরি শুভেন্দু অধিকারীর নামে দপ্তর খুলে ও তার রং গেরুয়া রেখে শুভেন্দু অধিকারীর বিজেপি যোগের জল্পনা আরো স্পষ্ট করে দিলেন তাঁর অনুগামীরা। এমনটাই বিভিন্ন বিশ্লেষকদের মতামত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!