এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর নতুন মন্তব্যে আরও তীব্র বিজেপি-যোগ জল্পনা? নতুন করে শুরু বিজেপি-তৃণমূল বাকযুদ্ধ?

শুভেন্দুর নতুন মন্তব্যে আরও তীব্র বিজেপি-যোগ জল্পনা? নতুন করে শুরু বিজেপি-তৃণমূল বাকযুদ্ধ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কয়েক বছর ধরেই বিজেপির একটি প্রধান এজেন্ডা হয়ে উঠেছে দেশপ্রেম। প্রধানমন্ত্রীর মুখে বারবার দেশপ্রেমের কথা শোনা যায়। গত জুন মাসে চীনা লালফৌজের হাতে ভারতীয় সেনার মৃত্যুর পর ভারতের সামরিক শক্তি বৃদ্ধি, পাকিস্তান ও চীনকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের সমস্ত নির্বাচনী প্রচারণার সময় বারবার দেশপ্রেমের কথা বলেছেন প্রধানমন্ত্রী সহ বিভিন্ন বিজেপি নেতারা। যা দেখে বিরোধী দলগুলি মন্তব্য করেছিল, দেশপ্রেম কি শুধুমাত্র বিজেপি নেতা-নেত্রীদেরই আছে? তাদের কি নেই? তা নিয়ে যথেষ্ট তরজাও চলেছিল। এবার শুভেন্দু অধিকারীর মুখে স্বদেশপ্রেমের কথা শোনা গেল। যা নিয়ে তাঁর গেরুয়া শিবিরে আগমনের জল্পনা বাড়লো।

সম্প্রতি দলের সঙ্গে সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তবে, তিনি বিজেপিতে যোগ দেবেন কিনা? তাও তিনি জানাননি। কিন্তু বিভিন্ন মহল থেকে তাঁর বিজেপি যোগের জল্পনা চলছে। এই পরিস্থিতিতে গত ১০ ই নভেম্বর নন্দীগ্রামের গোকুলনগর সভা থেকে ‘ভারতমাতা জিন্দাবাদ’ স্লোগান দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। যার ফলে জল্পনা বাড়ে। এরপর গতকাল শুক্রবার তমলুকের এক পুজোর উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের সামনে শুভেন্দু অধিকারী জানালেন যে, চীনের প্রোডাক্ট টুনি বাল্ব দেশপ্রেমিক নাগরিকরা আর কখনোই কিনবেন না। সেগুলোর পরিবর্তে নাগরিকরা যেন মাটির প্রদীপ ব্যবহার করেন। কারণ সীমান্তে বেশকিছু ভারতীয় সেনাকে হত্যা করেছে চীন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ কারণেই চীনের পণ্য বর্জন করতে তিনি চীনের প্রোডাক্ট টুনি বাল্ব না কিনে মাটির প্রদীপ জ্বালাবার নির্দেশ দিলেন। আপাতভাবে তবে দেখতে গেলে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের মধ্যে কোনো রাজনৈতিক কারণ খুঁজতে যাওয়া বৃথা। তিনি যা বলেছেন, তা দেশবাসীর মনের কথাই। কিন্তু অনেকেই মনে করেন যে, গৈরিক দলের কাছে দেশপ্রেম একটা বিরাট বড় প্রচারের এজেন্ডা। কারণ বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতা-মন্ত্রীর মুখে
বারবার দেশপ্রেমের কথা শুনতে পাওয়া যায়। যা নিয়ে বিরোধীদের কটাক্ষ ও অভিযোগ, আবার তা নিয়ে তরজাও বহু চলে।

এদিকে শুভেন্দু অধিকারী আগামী দিনে কি করবেন? তৃণমূল ছেড়ে কি বিজেপিতে যোগ দেবেন? এ কথা তিনি একবারও বলেনি। তবে তাঁর বিজেপিতে যোগদানের কথা অনেকে বলছেন। আবার, যে সমস্ত কথাবার্তা বিজেপির মঞ্চ থেকে বারবার শোনা যায়। সে ধরনের কথাবার্তাই এবারে শুভেন্দু অধিকারী কন্ঠে শোনা গেল। তাঁর ‘ভারতমাতা জিন্দাবাদ’ স্লোগান ও তমলুকের পুজো উদ্বোধন করতে গিয়ে টুনি বাল্ব বর্জনের ঘোষণায় অনেকে দুইয়ে-দুইয়ে চার করতে শুরু করছেন। যে প্রসঙ্গত দেশপ্রেম’ বিজেপির কাছে একটি বিশেষ প্রচারের এজেন্ডা। যা বিজেপি সমস্ত নির্বাচনী প্রচারে, রাজনৈতিক কর্মসূচিতে প্রচার করে থাকে, তাই সম্প্রতি শুভেন্দু অধিকারীর কণ্ঠে শোনা যাচ্ছে বলে বাড়ছে জল্পনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!