এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর পদযাত্রাতে ফের তৃণমূলের বিধায়ক, বাড়ছে জল্পনা !

শুভেন্দুর পদযাত্রাতে ফের তৃণমূলের বিধায়ক, বাড়ছে জল্পনা !


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আজ শাসকদল তৃণমূলের আশঙ্কা বাড়িয়ে দিয়ে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে পদযাত্রায় অংশগ্রহণ করলেন দুজন তৃণমূল বিধায়ক। যারা হলেন খেজুরির তৃণমূল বিধায়ক রঞ্জিত মন্ডল ও কাঁথি দক্ষিণের তৃণমূল বিধায়ক বনশ্রী মাইতি। আজ বেলা সাড়ে ১১ টা থেকে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে শুরু হলো এই পদযাত্রা। প্রসঙ্গত গত ২০১০ সালের ২৪ সে নভেম্বরের দিনে সিপিএমের ঘর ছাড়া বেশকিছু নেতাকর্মীরা আবার এলাকায় ফিরে ছিলেন। যে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র সংঘর্ষ হয়েছিল। তারপর থেকে ২৪ সে নভেম্বরের দিনটি বশ্যতা বিরোধী দিবস হিসেবে পালন করে থাকে শাসকদল তৃণমূল।

প্রতিবছর তৃণমূল এই বিশেষ দিনটি পালন করে থাকে। তৃণমূলের পতাকা, তৃণমূলের প্রতীক ব্যবহার করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতি বছরেই। এবার শুভেন্দু অধিকারী নিজের উদ্যোগে খেজুরির বাঁশগোড়া বাজার থেকে কামারদা পর্যন্ত পদযাত্রার আয়োজন করলেন। আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ শুরু হল শুভেন্দু অধিকারীর এই পদযাত্রার অনুষ্ঠান। পদযাত্রা চলাকালীন এলাকায় ছোলা ও বাতাসা বিতরণ করলেন শুভেন্দু অধিকারীর অনুগামীরা।

এভাবে শাসকদলের দুজন বিধায়ক রঞ্জিত মন্ডল ও বনশ্রী মাইতিকে খেজুরিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে পদযাত্রায় অংশগ্রহণ করতে দেখে যথেষ্ট অস্বস্তিতে পড়ে গেল শাসকদল তৃণমূল। কারণ আগামী দিনের শুভেন্দু অধিকারী কী করতে চলেছেন, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে তৃণমূলের। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী সঙ্গে বেশকিছু বিধায়ক দল ছাড়তে পারেন, এমন একটা আশঙ্কার কথা কিছুদিন আগে শোনা গিয়েছিল। সেই আবহে ২ জন তৃণমূল বিধায়কের শুভেন্দু অধিকারীর সঙ্গে পদযাত্রায় অংশগ্রহন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। এদিকে শাসকদল তৃণমূলে ক্রমশই বাড়ছে অন্তর্দ্বন্দ্ব। শুভেন্দু অধিকারীকে নিয়ে বিভাজনের আশঙ্কা বাড়ছে দলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শাসক দল তৃণমূলের মধ্যে যখন বাড়ছে তীব্র অন্তর্দ্বন্দ্ব। জেলায় জেলায় যখন দেখা যাচ্ছে শাসক দলের অন্তর্দ্বন্দ্বের ছবি। সেই পরিস্থিতিতে গতকাল পূর্ব মেদিনীপুরের এক তৃণমূল নেতা পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন। গতকাল সোমবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলে পরিচিত হলেন সিরাজ খান। তিনি অভিযোগ করেছেন যে, স্বচ্ছতার সঙ্গে দফতরে কাজ করতে পারছেন না তিনি। পূর্ব মেদিনীপুর জেলার খাদ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকের দুর্নীতি নিয়ে তীব্র প্রতিবাদ করেছেন তিনি।

শুভেন্দু ঘনিষ্ঠ তৃণমূল নেতা সিরাজ খান জানিয়েছেন যে, যে দলে গেলে জনগণের জন্য তিনি ভালোভাবে কাজ করতে পারবেন, সে দলে চলে যাবার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এভাবে দলবদলের জল্পনাকে বাড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এই নেতা। এদিকে কিছুদিন ধরেই তার দলবদলের কানাঘুষা চলছে। কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় সঙ্গে তাঁর একটি ছবি ভাইরাল হয়ে পড়ায় বিষয়টি নিয়ে অস্বস্তিতে শাসক দল তৃণমূল। এভাবে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এক নেতার দল বদলের সম্ভাবনা, পদ থেকে ইস্তফার ইচ্ছাপ্রকাশ। অন্যদিকে শুভেন্দু অধিকারী সঙ্গে দুজন বিধায়কের পদযাত্রায় অংশগ্রহণ সমস্ত কিছু নিয়েই যথেষ্ট সংশয়ে রাজ্যের শাসক দল তৃণমূল।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!