এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখা নেতা বিধায়কদের জন্য জারি হতে চলেছে নতুন নিয়ম? জল্পনা তুঙ্গে

শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখা নেতা বিধায়কদের জন্য জারি হতে চলেছে নতুন নিয়ম? জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল দলের সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে। দলের বিভিন্ন অনুষ্ঠানে, সভাতে অনুপস্থিত থাকছেন তিনি, পরিবর্তে দলহীন জনসংযোগ করছেন। সরাসরি দলত্যাগের কথা না বললেও তাঁর নানা কাণ্ডকারখানা দলকে শংকিত করছে। এবার শুভেন্দু অধিকারীর প্রতি কড়া পদক্ষেপ নিতে চলেছে শাসকদল তৃণমূল। যদিও তাঁকে পদ বা মন্ত্রিত্ব থেকে অপসারিত করা হচ্ছে না, কিন্তু দলে তাকে কোনঠাসা করে দেবার কাজ শুরু হতে চলেছে। তাঁর বিভিন্ন সভায় দলের যে সমস্ত নেতাকর্মীরা উপস্থিত থাকছেন, তাঁদের উপর কঠোর হতে চলেছে শাসক দল। তৃণমূল সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর অনুগামীদের কাছে প্রথমে চিঠি পাঠানো হবে। চিঠির সন্তোষজনক উত্তর না পাওয়া গেলে পরবর্তী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে দল। শুভেন্দু অধিকারীর অনুগামী বেশ কিছু বিধায়ককেও এই চিঠি পাঠানো হবে।

অন্যদিকে শাসকদল তৃণমূলের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে যে, গতকাল নন্দীগ্রামের তেখালিতে শুভেন্দু অধিকারীর শহীদ স্মরণে অনুষ্ঠান বা ” আমরা দাদার অনুগামী ” নাম দিয়ে করা সভাগুলির কোনোটাই তৃণমূলের অনুষ্ঠান নয়। তাই তৃণমূলের সভা বা অনুষ্ঠান বাদ দিয়ে যারা এই সমস্ত সভা, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, সেই সমস্ত তৃণমূল কর্মী, নেতা ও জনপ্রতিনিধিদের কাছে চিঠি পাঠাবে তৃণমূল নেতৃত্ব। চিঠি দিয়ে জানিয়ে দেয়া হবে যে, দলের কাছে অনুমোদন না নিয়ে দলের নেতা-কর্মী পদাধিকারী জনপ্রতিনিধি যেন সেই সভা গুলিতে না যান। এরপরেও সেখানে গেলে দল তাঁদের শোকজ করবে। শোকজের উপযুক্ত জবাব না দিতে পারলে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে দল। তবে দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যেসমস্ত সদস্য দলের ও শুভেন্দু অধিকারীর অনুষ্ঠান, দুটোতেই যাচ্ছেন, তাদের ক্ষেত্রে দল এখনই কোন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, গত কয়েক সপ্তাহ ধরে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমন বিভিন্ন প্রশাসনিক বৈঠকে, কর্মসূচি, মন্ত্রিসভার বৈঠক, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকছেন না। তেমনি তাঁর অনুগামী দলের কিছু পদাধিকারী ও জনপ্রতিনিধিরাও তাই করছেন। তবে, শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে উপস্থিত থাকছেন সকলেই। এদের সকলকে সতর্ক করবে দল। এর পরও যদি তাঁরা সতর্ক না হন, তবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে দল। এমনকি জনপ্রতিনিধিদের পদ থেকে বহিষ্কারও করে দেওয়া হতে পারে। আবার ইতিমধ্যেই দল নজরদারি করতে শুরু করেছে শুভেন্দু অধিকারীর অনুগামীদের গতিবিধির ওপরে।দল জানিয়েছে যে, দলের সঙ্গে যোগাযোগ না রাখে যদি কেউ নিজেদের ইচ্ছামত কাজ করে, তবে তাঁকে দ্রুত পদ থেকে অপসারণ করা হবে।

আবার এদিকে শাসক দলের ৩০ জন বিধায়ক আড়ালে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দলের কাছে খবর এসেছে। এদের মধ্যে কেউ কেউ দলের অনুষ্ঠান ছেড়ে দিয়ে শুভেন্দু অধিকারীর করা অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন। আবার কেউ কেউ দলের সঙ্গে যোগাযোগ করা একেবারেই বন্ধ করে দিয়েছেন। ফোন করলে ফোন পর্যন্ত তুলছেন না তাঁরা। বেশকিছু বর্ষিয়ান বিধায়ক সংবাদমাধ্যমের সামনেই দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। দলবদলের হুঁশিয়ারিও দিচ্ছেন অনেকে। এই বিধায়কদের তালিকায় অধিকারী পরিবারের এক সাংসদও আছেন বলে সূত্রের খবর।

এদের সকলকে দলের পক্ষ থেকে চিঠি পাঠানো হবে বলে জানানো হলো। চিঠি পাঠিয়ে তাদের কাছে দলের প্রতি এমন আচরণের কথা জানতে চাওয়া হবে। তাতেও যদি কাজ না হয়, তাহলে তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নিতে পারে তৃণমূল। প্রবীণ নেতাদের ক্ষেত্রে আগে আলোচনা চলবে, কোথায় সমস্যা আছে, তা দলের পক্ষ থেকে জানার চেষ্টা করা হবে। প্রসঙ্গত শুভেন্দু অধিকারীর আগামী রাজনৈতিক পরিকল্পনা নিয়ে দলের আশঙ্কা ক্রমশ বাড়ছে। তাই দলের পক্ষ থেকে তাঁর ডানা ছেঁটে দিতে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!