এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছেন একাধিক বিধায়ক, প্রভাবশালী নেতা, ঘুম উড়লেও মেপে খেলছে তৃণমূল?

শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছেন একাধিক বিধায়ক, প্রভাবশালী নেতা, ঘুম উড়লেও মেপে খেলছে তৃণমূল?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। জেলায় জেলায় ছড়িয়ে আছে শুভেন্দু অধিকারীর বিপুল সংখ্যায় অনুগামী। পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু বিধায়ক ও অন্যান্য প্রভাবশালী নেতারা তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন, এমন খবর দলের কাছে এসেছে। এদিকে গত কিছুদিনে পূর্ব বর্ধমান জেলার নানাস্থানে শুভেন্দু অধিকারীর অনুগামীরা তাঁর ছবি দেওয়া পোস্টার, ব্যানার দিয়েছিলেন। তবে গতকাল শুক্রবার এমন কিছু ঘটতে দেখা যায়নি। তবে তাঁর অনুগামীরা যে তাঁর পরবর্তী পদক্ষেপের দিকে লক্ষ্য রাখছেন। সে বিষয়ে সন্দেহের কোন অবকাশ নেই।

এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্যের মুখপাত্র তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু জানালেন যে, বাঁকুড়া থেকে মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে, কে কার সঙ্গে যোগাযোগ করছেন, তার খবর দল জানে। মুখ্যমন্ত্রী নিজেও তাদের উপর নজর রাখছেন। তবে, তাঁর দাবি, তৃণমূল ছেড়ে কেউ অন্য কোন দলে চলে গেলে, সেখানে তিনি সুবিধা পাবেন না। বস্তুত, দলের অনেকেই যে, শুভেন্দু অধিকারী সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, তা অজানা নয় জেলা ও রাজ্য নেতৃত্বের কাছে।

প্রসঙ্গত পূর্ব বর্ধমান জেলার কালনার জনৈক বিধায়ক বেশ কিছুদিন ধরেই দলীয় কর্মসূচিতে অনুপস্থিত আছেন। এই বিধায়কের সঙ্গে জেলার এক শীর্ষ নেতার ও ব্লক নেতৃত্বের বারবার বিরোধ বেধেছে। কিছুদিন আগে তিনি প্রশাসনিক বৈঠক যোগ দিয়েছিলেন। তাঁর সঙ্গে জেলা নেতৃত্বর কয়েকটি বৈঠকও হয়েছিল। কিন্তু, তাতে ফল মিলেছে, তেমন কোনো প্রমাণ মেলেনি। এই বিধায়ক ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মী জানালেন যে, কয়েকদিনের মধ্যে কি হতে চলেছে তা পরিষ্কার হয়ে যাবে।

শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছেড়ে দেবার পর এই বিধায়ককে নিয়ে শুরু হলো টানাপোড়েন। তাঁর সঙ্গে সঙ্গেই জেলার আরও ৩ জন বিধায়ককে নিয়েও অস্বস্তি বাড়ছে তৃণমূলের। আবার জেলা পরিষদের এক কর্মাধ্যক্ষ, কয়েকজন সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্যদের উপরেও নজর রাখছে জেলা তৃণমূল নেতৃত্ব। তেমনি নজর রাখছে পুরসভার বিদায়ী কাউন্সিলরদের গতিবিধির উপর। এই চারজন বিধায়কের পরিবর্তে বিকল্প প্রার্থী খুঁজতে শুরু করে দিয়েছে শাসকদল তৃণমূল। এমনটাই জানালেন জেলার এক শীর্ষস্থানীয় নেতা। তিনি আরো জানান যে, এ বিষয়ে পিকের টিম স্থানীয় স্তরে সমীক্ষাও শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত পূর্ব বর্ধমান জেলায় শুভেন্দু অধিকারীর অনুগামীরা একাধিকবার তাঁর ছবি দেওয়া ফ্লেক্স টাঙ্গিয়েছিলেন। কাটোয়ার গিধগ্রাম, কালনা শহরের ছ’নম্বর ওয়ার্ড, মন্তেশ্বর, মঙ্গলকোটে অনুগামীদের কর্মসূচি পালন করতে দেখা গেছে। আবার মেমারি, জামালপুর কালনা, পূর্বস্থলী দক্ষিণ সহ বেশকিছু বিধানসভা এলাকায় শুভেন্দু অনুগামীরা পোস্টার দিয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় মেমারি শহরে দাদার অনুগামী লেখা গেঞ্জি পড়ে কয়েকজনকে পথে নামতে দেখা গিয়েছিল। তবে বড় কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি।

শুভেন্দু অধিকারীর অনুগামীদের তরফ থেকে পূর্ব বর্ধমান জেলার দায়িত্বে থাকা সুজন সর্দার জানালেন, “ অনেক বিধানসভা এলাকা থেকেই যুবকেরা রাস্তায় নামতে চেয়েছিলেন। আমরা পরিস্থিতির উপর নজর রেখে এগোতে চাইছি। তবে খুব দ্রুত বর্ধমান শহরে আমরা মিছিল করব।’’ কাটোয়ার গিধগ্রামের কারুলিয়া গ্রামের সুমন্ত ঘোষের দাবি, “দাদার পথই আমাদের পথ—এই বার্তা আমরা জেলায় ছড়িয়ে দেব।’’

তবে এ বিষয়ে তৃণমূলের যুব সংগঠন যেমন উদ্বিগ্ন নয়। যুব সংগঠনের জেলা সভাপতি রাসবিহারী হালদার জানালেন যে, মুখ্যমন্ত্রীকে দেখেই সবাই দল করেন। কেউ দল ছেড়ে চলে যান নি। পুরোটাই বিজেপির চক্রান্ত তবে। তবে, এ প্রসঙ্গে বিজেপির বর্ধমান সদর জেলা সভাপতি সন্দীপ নন্দী জানালেন যে, তৃণমূলের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। সেটাই আজ প্রমাণিত হলো। তিনি আশা করছেন, তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে যোগ দেবেন।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!