এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শুভেন্দুর কঠোর সিদ্ধান্তের পরে তৃণমূল দলটাই কি কার্যত তিন ভাগে বিভক্ত হয়ে গেল? উঠছে প্রশ্ন

শুভেন্দুর কঠোর সিদ্ধান্তের পরে তৃণমূল দলটাই কি কার্যত তিন ভাগে বিভক্ত হয়ে গেল? উঠছে প্রশ্ন


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অনেকদিনের জল্পনার অবসান ঘটিয়ে গতকাল মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিতে দেখা গেছে শুভেন্দু অধিকারীকে। আর এরপরই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে দল বিভাজনের। বস্তুত, শুভেন্দু অধিকারী দলে থাকাকালীন দলকে যে কার্যত দুটি গোষ্ঠীতে ভাগ হতে দেখা গিয়েছিল, সে কথা অনেকেরই চোখে পড়ে।

সেখানে কিছু তৃণমূলের নেতা মন্ত্রীদের শুভেন্দু অধিকারীকে সমর্থন করতে দেখা গিয়েছিল। অন্যদিকে একদল রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন যারা তৃণমূলের মধ্যে থেকেই শুভেন্দু অধিকারীর নামে বারবার জনসমক্ষে কটাক্ষ করে গেছেন। তাই এমন পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব পদ ছেড়ে দেওয়া বা ভবিষ্যতে তাঁর দল ছাড়ার অনুমান সম্পর্কে বলতে গিয়ে বিশেষজ্ঞরা তৃণমূলকে কার্যত বিভাজিত করে বর্ণনা করতে চেয়েছেন।

সেখানে অবশ্য এই দুই দল ছাড়াও আরো এক দলের কথা উল্লেখ করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। গতকালের ঘটনার পর যারা খানিকটা সাবধান হয়ে গিয়েছেন তাদেরকে সেই দলে রাখা হয়েছে বলেও মনে করেছেন তারা। দেখতে গেলে,জেলার রাজনৈতিক মহলের হিসেব বলছে, নন্দকুমার, নন্দীগ্রাম, মহিষাদল, পশ্চিম পাঁশকুড়া, চণ্ডীপুর, ভগবানপুর, এগরা, খেজুরি, উত্তর ও দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারীর যথেষ্ট প্রভাব রয়েছে।

এ ছাড়া হলদিয়া, তমলুক ও পূর্ব পাঁশকুড়ার সিপিএম বিধায়করাও শুভেন্দুর সঙ্গেই রয়েছেন বলে দাবি করেছিলেন রাজনৈতিক মহলের একাংশ। সেখানে ময়নার তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুই এর কথা অনেক আগেই শুভেন্দু অধিকারীর অনুরাগী হিসেবে পরিচিত ছিল। তাই এ ক্ষেত্রে অনেকের মতে, শুভেন্দু যা সিদ্ধান্ত নেবেন তা দেখে তাঁরাও পথ ঠিক করবেন বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা।

সেক্ষেত্রে প্রয়োজনে তাঁরা শিবির বদল করবেন বলেও অনুমান করা হয়েছিল। যেখানে উঠে আসে মহিষাদলের অমৃতবেড়িয়ার তৃণমূল নেতা তথা স্থানীয় পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রঘুনাথ পণ্ডার কথা। তাঁর কথায়, ‘‘শুভেন্দুর সিদ্ধান্তের সঙ্গে আছি। এর পর শুভেন্দু যেখানে থাকবেন সেখানেই থাকব।’’ শুধু তাই নয়, এভাবেই আরো অনেকেই দাদার অনুগামীরা লিস্টে আছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, অনেক তৃণমূল নেতা শুভেন্দুবাবুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না বলেই জানিয়েছেন। কারণ আগের সিপিএম সরকারের বিরুদ্ধে তাঁর লড়াই ভোলার নয় বলেই জানিয়েছেন তিনি। তাই নেতা হিসেবে তাঁরা শুভেন্দুকেই চেনেন বলেই জানিয়েছেন তাঁরা। আর সেই তালিকায় হলদিয়া বিধানসভা কেন্দ্রের একাধিক জেলা পরিষদ সদস্যও রয়েছেন বলেই জানা গেছে।

অন্যদিকে, দ্বিতীয় ভাগে রয়েছেন জেলায় শুভেন্দু-বিরোধী হিসেবে পরিচিত নেতারা। যারা মন্ত্রীর ইস্তফার খবরে যথেষ্ট আনন্দিত হয়েছেন। তাঁদের কথায়, দিনের পর দিন টানাপড়েনের অবসান ঘটেছে। আর সেই তালিকাতে উঠে এসেছে হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল, রামনগরের বিধায়ক অখিল গিরি, নন্দীগ্রামের শেখ সুপিয়ানের নাম।

তবে বিশ্লেষকরা এই দু’পক্ষের পাশাপাশি জেলায় আরও একটি ভাগ করেছেন। সেই ভাগে শুভেন্দুর অনুগামী হলেও শুক্রবারের পরে যারা কিছুটা সাবধানী, তারা রয়েছেন বলেই জানা গেছে। যেমন নন্দীগ্রামের আবু তাহের। বিশ্লেষকদের কথায়, এতদিন তাঁরা শুভেন্দুর সঙ্গে থাকলেও এখন বেশ সাবধানী।

সেইসানে শুক্রবার তিনি কোনও মন্তব্যই করতে চাননি। যদিও তাঁরই এক ঘনিষ্ঠ জানিয়েছেন, ‘‘শুভেন্দুর পরবর্তী পদক্ষেপের পাশাপাশি তাহের নজর রাখছেন তৃণমূল রাজ্য নেতৃত্বের প্রতিক্রিয়ার দিকে। সে সব জানার পরেই তিনি নিজের অবস্থান নিয়ে মুখ খুলবেন।’’ প্রসঙ্গত উল্লেখ্য, যদিও ইতিমধ্যেই শুভেন্দু তৃণমূল ছেড়ে দিলে জেলার কোন বিধানসভা কেন্দ্র কাদের দখলে থাকবে তা নিয়ে আলোচনা চলছে বলেও জানা গেছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!