এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর দলবদলের জল্পনার মাঝেই বিজেপি শীর্ষ নেতাদের দরজা চওড়া করার কথা! বাড়ছে উত্তেজনা?

শুভেন্দুর দলবদলের জল্পনার মাঝেই বিজেপি শীর্ষ নেতাদের দরজা চওড়া করার কথা! বাড়ছে উত্তেজনা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বারবার মিডিয়ার স্পটলাইটে উঠে আসছে শুভেন্দু অধিকারীর নাম। তাঁকে নিয়ে চলছে নানা জল্পনা। একটা সময় তিনি ছিলেন তৃণমূল দলের একজন বিশ্বস্ত যোদ্ধা। তাঁর চেষ্টায় জেলায় জেলায় শ্রীবৃদ্ধি ঘটিয়েছিল তৃণমূল। কিন্তু, সম্প্রতি বিভিন্ন কারণে দলের সঙ্গে তাঁর সম্পর্ক আর আগের মত নেই। অনেকেই বলছেন, এবার তিনি তৃণমূল ছাড়তে চলেছেন, যোগ দিতে চলেছেন বিজেপিতে। তবে, শুভেন্দু অধিকারী নিজে কখনো এমন বক্তব্য রাখেন নি। তিনি শুধু এটাই বলেছেন যে, অন্য কারো কথা যেন সাধারণ মানুষ বিশ্বাস না করেন। অনেক কথা তাঁর নামে উঠেছে, কিন্তু সবাই যেন তাঁর কথাকেই বিশ্বাস করেন। এদিকে বিজেপি শিবির তাঁকে দলে আনতে বিশেষ সচেষ্ট।

সম্প্রতি, এক দোলাচল অবস্থার মধ্যে আছেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজের জেলা পূর্ব মেদিনীপুরে তাঁরা বিরোধী গোষ্ঠী তাঁর বিরুদ্ধে খড়গহস্ত। তাই, অনেকে মনে করছেন যে, বিধানসভা নির্বাচনের আগেই তিনি তৃণমূল ছেড়ে দিতে পারেন। বিভিন্ন সংবাদমাধ্যমে যা শোনা যাচ্ছে দীর্ঘ সময় ধরে, চলছে নানা জল্পনা। তবে, শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, কেউ যেন এসব জল্পনায় বিশ্বাস না করেন। তাঁর সিদ্ধান্তের কথা সবাই যেন তাঁর কাছ থেকেই শোনেন, অন্য কারো কাছ থেকে নয়।

এদিকে একাধিক বার দলহীন জনসংযোগ করেছেন শুভেন্দু অধিকারী। বেশকিছু স্থানে তিনি বক্তব্যও রেখেছেন। কিন্তু কোনসময়ই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, বা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে এটাও তিনি জানিয়েছিলেন যে, তিনি প্যারাসুটে নামেননি, কিংবা লিফটে ওঠেননি। নিজের কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন যে, ১৯৮৮ সালে তিনি প্রথম কলেজের জিএস হয়েছিলেন। এরপর ১৯৯৫ সালে তিনি পুরসভার কাউন্সিলর হয়েছিলেন।

আবার শুভেন্দু অধিকারীর মত জনপ্রিয় নেতা খুব কমই আছেন। নিজের জেলা পূর্ব মেদিনীপুরে তাঁর জনপ্রিয়তা ব্যাপক, পশ্চিম মেদিনীপুর, জঙ্গলমহলেও তাঁর যথেষ্ট জনপ্রিয়তা। এছাড়া মালদা, মুর্শিদাবাদের বেশ কিছু স্থানেও তাঁর প্রভাব অত্যন্ত বেশি। এ কারণে তাঁকে দলে টানার বিশেষ চেষ্টা চালাচ্ছে বিজেপি। বিজেপি হিসেব করে জানিয়েছে যে, শুভেন্দু অধিকারী যদি বিজেপিতে যোগ দেন তবে অন্তত ৩৫ টি আসনে নিশ্চিতভাবে জয়লাভ করবে বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই, শুভেন্দু অধিকারীকে দলে টানতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানিয়েছেন যে, তাঁরা বড় করে খুলে রেখেছেন দরজা, দলে সবাইকে স্বাগত জানাতে। কেউ যদি দলে আসতে চান, তাহলে তাঁকে দলে নেয়া হবে। কাজ করতে চাইলে, দল সুযোগ দেবে তাঁকে। কোন রাজনীতিবিদ যদি রাজনীতি করতে চান, তাহলে তিনি সেই সুযোগ পাবেন। এক বিজেপি নেতা জানিয়েছেন, শুভেন্দু অধিকারী যদি বিজেপিতে আসতে চান তাহলে তাকে স্বাগত জানানো হবে, দলের দরজা খোলা আছে।

বিজেপি নেতা মুকুল রায় জানিয়েছেন যে, তিন বছরেরও বেশি সময় ধরে সসম্মানে বিজেপিতে আছেন তিনি।বিজেপি তাঁকে কাজ করার সুযোগ করে দিয়েছে। পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ‘ভালো ছেলে’ বলে তাঁর প্রশংসা করলেন মন্ত্রী সাধন পান্ডে। অন্যদিকে বিজেপি নেতা অনুপম হাজরাও তাঁর বিশেষ প্রশংসা করলেন। তিনি জানালেন, শুভেন্দু অধিকারী যদি বিজেপিতে আসেন, তবে লাভবান হবে দল। তাঁর অভিযোগ, অধিকারী পরিবারকে সবসময় বঞ্চিত করে থাকে তৃণমূল। এভাবে, শুভেন্দু অধিকারীকে নিয়ে বাড়ছে নানা জল্পনা। তবে আগামী দিনে তিনি কি করতে চলেছেন? তার উত্তর একমাত্র তিনিই দিতে পারেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!