এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > অবশেষে বিজেপি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন শুভ্রাংশু রায়

অবশেষে বিজেপি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন শুভ্রাংশু রায়


মুকুল রায় বিজেপিতে যোগদানের পর থেকেই রাজ্য রাজনীতিতে জল্পনা তাহলে কি বাবার পথ ধরে পুত্র শুভ্রাংশু রায়ও কি বিজেপিতে যোগ দেবেন। তখন দ্বর্থ্যহীন ভাষায় শুভ্রাংশু জানান, তিনি আর তাঁর বাবা সম্পূর্ণ আলাদা দুই রাজনৈতিক ব্যক্তিত্ত্ব। তাঁর নিজের রাজীনীতিবিদ শুভ্রাংশু রায় হয়ে ওঠার পিছনে শুধুই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাই কোনোমতেই তিনি দল ছেড়ে যাবেন না। কিন্তু এরপরেই রানী রাসমণি রোডের তৃণমূল যুব কংগ্রেসের সভায় তাঁর অনুপস্থিতি নিয়ে গুঞ্জন তীব্র হয় রাজনৈতিকমহলে। এমনকি দলের অন্যতম দাপুটে নেতা এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়ে দেন, শুভ্রাংশু বাবার পথেই বিজেপির দিকে পা বাড়িয়েছেন।
আজ বিধানসভার অধিবেশনের শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরও একবার নিজের ‘অবস্থান স্পষ্ট করলেন’, তিনি আবারো দ্বর্থ্যহীন ভাষায় জানিয়ে দেন, আমি দলে আছি-থাকব, দল যদি আমাকে ব্যবহারযোগ্য মনে না করে, তবে সমর্থক হয়েই থাকব। কিন্তু দলের অভ্যন্তরে তাঁকে নিয়ে যে ‘রাজনীতি’ চলছে অভিমানী কন্ঠে সেকথাও তিনি জানান। জ্যোতিপ্রিয়বাবুর মন্তব্যের পরে আজ বিধানসভাতে কীরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁকে তা জানান তিনি উপস্থিত সাংবাদিকদের। অত্যন্ত পরিচিত মুখগুলোও নাকি তাঁকে এড়িয়ে গিয়েছেন, কেউবা শুধুমাত্র নিয়মমাফিক সৌজন্য বিনিময় করেই দায় সেড়েছেন! দলেরই পরিচিত মানুষগুলোর কাছ থেকে এদিন বিধানসভায় আন্তরিকতার লেশমাত্র খুঁজে পাননি বলে দাবি করেন তিনি। শেষে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে তিনি মন্তব্য করেন, এতদিন যাঁরা অভিষেকের বিরুদ্ধে আমার বাবার কাছে বলত, তাঁরাই এখন আমার নামে বলছেন!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!