সুবিচারের দাবিতে এখনও আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা, পাশে দাঁড়াচ্ছেন সেলেব থেকে সাধারণ মানুষ! কলকাতা রাজ্য September 10, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে রীতিমত চাপে এই রাজ্য সরকার। তাদের চাপ আরও বাড়িয়ে আজ জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে। রাজ্যের পক্ষ থেকে ইমেইল করা হলেও তা অপমানজনক বলে আলোচনায় বসার আহ্বানকে প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারী। আর এই পরিস্থিতিতে রাত বাড়লেও আন্দোলন থেকে সরে আসা তো দূরের কথা, উল্টে প্রতিবাদ আরও দীর্ঘায়িত করতে দেখা যাচ্ছে জুনিয়র চিকিৎসকদের। আর তারা যে আন্দোলন করছেন, সেই আন্দোলনে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে দেখা যাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব মহলকে। প্রসঙ্গত, আজ জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবন অভিযান করেন। তবে রাত বাড়লেও তারা আন্দোলন থেকে সরে আসেননি। বরঞ্চ সঠিক বিচারের দাবিতে তারা যে আন্দোলন করছেন তা চালিয়ে যাবেন বলেই জানিয়ে দিয়েছেন। আর তাদের এই আন্দোলনে সহযোগিতা করতে হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট অভিনেত্রী উষসী চক্রবর্তী মত ব্যক্তিত্বরাও। পাশাপাশি সাধারণ মানুষদের পক্ষ থেকেও জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিতে দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই এর ফলে রাজ্যের চাপ যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -