এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা >   বিজেপিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুলে জল্পনা জিইয়ে রাখলেন শুভ্রাংশু

  বিজেপিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুলে জল্পনা জিইয়ে রাখলেন শুভ্রাংশু


মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত মুকুল রায়ের বিজেপিতে যাওয়ার পর থেকেই তার পুত্র তথা বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা মহলে তীব্র জল্পনার সৃষ্টি হয়েছিল। সম্প্রতি প্রধানমন্ত্রী বাংলায় সভা করতে আসলে তার সভাতেই মুকুল পুত্র শুভ্রাংশু রায় গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নিতে পারেন বলে খবরও পাওয়া গিয়েছিল।

এমনকি বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়ের ফেসবুকের এক পোস্টে সেই ভাবনা আরও জোরালো হয়। পোস্টে তিনি লেখেন, “আঘাত পেতে পেতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমার হৃদয়টা ঝলসে গেছে।” আর শুভ্রাংশুর এহেন মন্তব্যের পর বিজেপি যোগের সম্ভাবনা ঠিক কতটা, তা নিয়ে বিভিন্ন মহলে যখন তীব্র জল্পনা সৃষ্টি হয়েছিল, ঠিক তখনই সেই শুভ্রাংশু রায়কে নিয়ে দীনেশ ত্রিবেদীর সমর্থনে রোড শো করতে দেখা গেল তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড তথা তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।জল্পনা এলো ছিড়িয়েছে যে বিজেপিতে যোগ দিতে পারেন এই অনুমান করেই এদিন অভিষেক ব্যানার্জী তাঁকে রোড শো এ নিয়ে গিয়েছিলো। যদিও এই নিয়ে অভিষেক ব্যানার্জী বা তৃণমূলের তরফ থেকে কোনো পতিক্রিয়া পাওয়া যায়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি কাঁচরা পারায় প্রস্তাবিত রেল কোচ ফাক্টরি তৈরি হলে এবং সেখানে 30% বেকার যুবকদের চাকরি হলে তিনি বিজেপিতে যোগ দেবেন বলে পোস্টে মন্তব্য করেন শুভ্রাংশু রায়। কিন্তু কেন এহেন পোস্ট করেছিলেন তিনি? দলবদলের জল্পনা এত উস্কে দেওয়া হচ্ছে কেন? এদিন এই প্রসঙ্গে বীজপুরের তৃণমূল বিধায়ক তথা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় বলেন, “জল্পনা করা তো মানুষের লক্ষণ। মান অভিমান তো মানুষ মাত্রেই হয়। এখন সামনের দিকে তাকাতে হবে।” কিন্তু ফেসবুকে তার এই ধরনের পোস্ট কেন?

এই প্রসঙ্গে বীজপুরের তৃণমূল বিধায়কের মন্তব্য, “পুরোটাই ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত কারণ আমি অন্যের সঙ্গে শেয়ার করব না।” পাশাপাশি তার এলাকার বাইরে কেন দেখা যাচ্ছে না! এই প্রশ্নের উত্তরে শুভ্রাংশু রায় বলেন, “আমি এলাকায় থেকে আগে তৃণমূল প্রার্থী কে বেশি লিড দেব। তারপর বাইরে অন্য কোথাও যাব।”

রাজনৈতিকমহলের মতে, এদিন কিন্তু জল্পনা জিঁইয়েই রাখলেন বিজেপি নেতা মুকুল রায়ের পুত্র তথা বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়। কেননা তিনি একবার বলেনি যে তিনি তৃণমূলের থাকবেন শুধু বলেছেন তৃণমূলকে লিড দেওয়া পর্যন্ত থাকবেন আর তার পর বাইরে যাবেন। এই বাইরে যাওয়া মানেই কি বিজেপিতে যোগ দেবার ইঙ্গিত দিলেন তিনি ? এই নিয়েই এখন সরগরম রাজনীতি। ভবিষ্যতি এর উত্তর দেবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!