রাগে অগ্নিশর্মা সুব্রত বক্সী, ফিরে গেলেন প্রচার সভা না করেই! বিশেষ খবর রাজ্য May 8, 2018 রাগে অগ্নিশর্মা হয়ে দলীয় প্রচার সভায় অংশগ্রহণ না করেই ফিরে গেলেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। যা নিয়ে উঠে আসছে একাধিক তত্ত্ব। সূত্রের খবর, আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে উত্তরবঙ্গে প্রচারকার্যে যান সুব্রতবাবু। তাঁকে স্বাগত জানাতে উত্তরবঙ্গ তৃণমূলের পক্ষ থেকে এক বিরাট বাইকবাহিনী হাজির হয়, পরিকল্পনা ছিল সেই বাইকবাহিনী তাঁকে নিয়ে যাবে সভাস্থল পর্যন্ত। কিন্তু আদালতের নির্দেশে বাইক মিছিল আদর্শ নির্বাচনী বিধিসম্মত নয়। আর তাই এই নিয়ে প্রচন্ড ক্ষুব্ধ হন তৃণমূলে রাজ্য সভাপতি, রাগে অগ্নিশর্মা হয়ে তাঁর দুটি প্রচার সভায় বাতিল করে হোটেলে ফিরে যান, সেখানেই জেলা নেতাদের নিয়ে বৈঠক করেন। অন্যদিকে, স্থানীয় আরেকটি সূত্রের খবর, দিনহাটায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে রীতিমত অস্বস্তিতে দল। সুব্রতবাবু নিজে বারবার ছুটে এসে সাবধান করলেও কোনো সুরাহা হয় নি, বরং দিন দিন তা পাল্লা দিয়ে বেড়েছে। সুব্রতবাবুর সভার আগে তা চরম আকার নেয়, চলে গুলি। গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় এক তৃণমূল কর্মী। দলের রাজ্য সভাপতি জেলায় থাকা সত্ত্বেও এই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে পরে শাসকদল, তার উপর বাইক মিছিল দেখে আর রাগ চেপে রাখতে পারেননি সুব্রতবাবু। আর তাই সভা না করেই ফিরে যান। কিন্তু দলের রাজ্য সভাপতি এইভাবে এলাকায় এসেও সভা না করে ফিরে যাওয়ায় পঞ্চায়েত নির্বাচনের আগে রীতিমত অস্বস্তিতে শাসকদল বলে স্থানীয় সূত্রের খবর। আপনার মতামত জানান -