কিভাবে মোদিকে আপ্যায়ন করা হবে কর্মীদের সেই নিয়ে নির্দেশ দিলেন মমতার বিশ্বস্ত সেনাপতি জাতীয় রাজ্য July 10, 2018 লাখ ২০১৯ আর তাই বাংলা থেকে বড় রাখামের আসন নিতে অমিত শাহের পর এবার বঙ্গে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাই জোর তোড়জোড় শুরু হয়েছে বিজেপিতে। রাজ্য বিজেপি এই নিয়ে চূড়ান্ত ব্যাস্ত,চলছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতিও। অবশ্য পিছিয়ে নেই কিন্তু শাসকদল তৃণমূলও। অবাক লাগলেও এটাই সত্যি। জানতে চান কি সেই প্রস্তুতি জেনে নিন। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। এদিন একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা সারতে মেদিনীপুরে এসেছিলেন তৃনমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। আর সেই দলীয় সভায় কর্মীদের নির্দেশ দেন যে প্রধানমন্ত্রীর যে পথে আসবেন সেই পথের সমস্তটাই মুড়ে দিতে হবে মমতা ব্যানার্জীর ছবি আর দলীয় ফ্লেক্সে। এদিন তিনি বিজেপির নাম না নিয়ে বিজেপিকে বিঁধে বলেন, ‘প্রধানমন্ত্রী মেদিনীপুরে আসছেন। জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন ভাবে উপস্থাপিত করুন যাতে বাংলার মাটিতে দাঁড়িয়ে ওই দল উপলব্ধি করে, বাংলায় তাদের চেষ্টা বৃথা।’ প্রসঙ্গত, গত মাসে যখন অমিত শাহ তারাপীঠে গিয়েছিলেন তখন জেলা সভাপতি অনুব্রত মন্ডলের নির্দেশে মমতার ছবি আর দলের ফ্লেক্সে মুড়ে দেওয়া হয়েছিল অমিত শাহের যাত্রাপথ। যাতে অমিত সাহা বুঝতে পারেন তাই সেই কাটআউট, ফ্লেক্সের বয়ান লেখা হয়েছিল হিন্দিতে। তাই এই নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিকমহলে যে ,মেদিনীপুরেও কি সেই একই কান্ড হবে? এই নিয়ে তৃণমূলের জেলা সভাপতি অজিতবাবু জানান, বাংলা, হিন্দি, ইংরাজি তিন ভাষাতেই লেখা থাকবে। যাতে সবাই সব বুঝতে পারে। এখানে সবাই বলতে যে মোদী আর তাঁর সাথে আগত তাঁর সঙ্গীদের কথা বলা হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক এদিকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেদিনীপুর সফর ঘিরে শুধু তৃণমূল আর বিজেপিই নয়, উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতিতেও। আপনার মতামত জানান -