এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েতেই লোকসভার প্রস্তুতি, সুব্রত-শুভেন্দু মমতাকেই বিরোধী জোটের মুখ দেখছেন

পঞ্চায়েতেই লোকসভার প্রস্তুতি, সুব্রত-শুভেন্দু মমতাকেই বিরোধী জোটের মুখ দেখছেন

শনিবার পূর্ব মেদিনীপুর জেলার বাজকুল কলেজ ফুটবল ময়দানে অনুষ্ঠিত হলো জেলা তৃণমূলের পঞ্চায়েতরাজ সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী, সাংসদ দিব্যেন্দু অধিকারী, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, জেলা পরিষদের সভাধিপতি মধুরিমা মণ্ডল, কাঁথির পুরপ্রধান সৌমেন্দু অধিকারী প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন জেলার ত্রিস্তর পঞ্চায়েতে শাসকদলের জনপ্রতিনিধিরা। তাঁদের সামনেই পঞ্চায়েত নির্বাচনের রূপরেখা তুলে ধরেন শুভেন্দু বাবু। এদিন শুভেন্দু বাবু আসন্ন পঞ্চায়েত উপলক্ষ্যে কোথায় কী, করতে হবে, কী করা উচিত নয়, সেই বিষয়ে বিস্তারিত বুঝিয়ে দিলেন সম্মেলনে উপস্থিত দলীয় কর্মীদের। এদিন সুব্রত বাবু তাঁর ভাষণে বললেন, ”এ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিকে সারা ভারতের মানুষ তাকিয়ে আছেন। ইতিমধ্যে ২০১৯ সালের লোকসভা ভোটের রণাঙ্গন তৈরি হয়েছে। বিজেপির বিরুদ্ধে দেশে যে মহাজোট তৈরি হয়েছে, সেই জোটের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল যাতে সব আসন জেতে , সে দিকে নজর দিতে হবে।”

রাজ্য পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, “জেলায় হার্মাদদের নেতা লক্ষ্মণ শেঠ গায়ের লাল জামা পরিবর্তন করে এখন গেরুয়া জামা পরেছেন। ফের জেলায় সন্ত্রাসের বাতাবরণ তৈরির চেষ্টা করছেন। গতবার রামনবমী উপলক্ষে অন্য জেলা ও ওডিশা থেকে লোক এনে কাঁথিতে উত্তরপ্রদেশের হাওয়া ঢোকানোর চেষ্টা হয়েছিল। আমরা তা রুখেছি। একই ভাবে পঞ্চায়েত নির্বাচনেও বিরোধীরা পারবে না। আমরা সব আসনে জিতব।” তৃণমূলের জেলা সভাপতি শিশির অধিকারীর বক্তব্য, “আমরা ২২৩টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে গতবার ১৯০টি পেয়েছিলাম। এখন সেই সংখ্যা ২১০। এ বার সবগুলোতে জিততে হবে।” তৃণমূল নেতৃত্ব এদিন জানিয়ে দিলেন যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচারে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!