এখন পড়ছেন
হোম > রাজ্য > প্রিয় সুব্রত মুখার্জিকে পাশে নিয়ে শিকড়ের টানে ঘরে ফেরার ডাক দিলেন মুখ্যমন্ত্রী

প্রিয় সুব্রত মুখার্জিকে পাশে নিয়ে শিকড়ের টানে ঘরে ফেরার ডাক দিলেন মুখ্যমন্ত্রী

বাংলার শারদোৎসব সকলকে একাত্ম করে নতুনভাবে পথ চলতে শেখায়। শিউলির গন্ধ, কাশফুলের ছোয়ায় এক অনন্য মাত্রা পায় আমাদের প্রিয় উৎসব দুর্গাপুজা। আর এই আসন্ন দুর্গাপুজো উপলক্ষে রাজ্যের পুজো মন্ডপগুলির উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোয় দুর্যোগ হতে পারে এই আশঙ্কায় গতকাল নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগে থেকেই নিজের পুজো উদ্বোধন শুরু করেন তিনি। সেলিমপুর পল্লী, সহকর্মী চন্দ্রিমা ভট্টাচার্যের গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের মত মোট 16 টি পুজোর উদ্বোধন করে ভবানীপুর মুক্তদলে শেষ হয় মুখ্যমন্ত্রীর উদ্বোধন প্রক্রিয়া। আজ ভবানীপুর এবং রাসবিহারীর বেশ কটি পুজো উদ্বোধন করবেন তিনি। এদিকে গতকাল প্রতিটি পুজো মন্ডপের উদ্বোধন করে ধর্ম নিজের বললেও উৎসবকে সাদরে গ্রহন করার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধন কর্মসূচীতে ছিল তারই মন্ত্রীসভার অন্যতম সদস্য সুব্রত মুখোপাধ্যায়ে একডালিয়া এভারগ্রিনের পুজোও। সেখানে এসে নিজের বক্তব্যে কিছুটা চমক দিলেন বঙ্গের প্রশাসনিক প্রধান। একডালিয়ায় দাড়িয়ে তিনি বলেন, “সুব্রত দা আমার ছাত্ররাজনীতির নেতা। সুব্রত মানেই একডালিয়া আর একডালিয়া এভারগ্রিন মানেই সুব্রত দা।” পাশাপাশি এদিন শিবমন্দিরের পুজো থিম “মাটির টানে, মায়ের টানে” শুনে কিছুটা আপ্লুত হয়ে বঙ্গের প্রশাসনিক প্রধান বলেন, “মাটির টানে অর্থ্যাৎ শিকড়ের টানে ঘরে ফেরার ডাক। এই থিমটা খুব ভালো হয়েছে।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর এরপরই এই থিমকে পাথেয় করে বাংলার বাইরে থাকা সকল মানুষকে শিকড়ের টানে, মাটির টানে ফের বাংলায় ফিরে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এদিকে পুজোর সময় যাতে কোথাও কোনো অশান্তি সৃষ্টি না হয় তার কারনে পুলিশ, প্রশাসন সহ ক্লাব উদ্যোক্তা এবং জনসাধারনকে সজাগ থাকার নির্দেশ দেন বঙ্গের প্রশাসনিক প্রধান। সব মিলিয়ে এবারের পুজো উদ্বোধনে ছাত্র রাজনীতিতে তাঁকে হাতেখড়ি দেওয়া প্রিয় সুব্রতদাকে পাশে নিয়ে ফের এই বাংলার মাটির প্রতি শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!