এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিজেপি হল তৃণমূল কংগ্রেসের জন্য লক্ষ্মী, সুব্রত মুখার্জির কথায় বাড়ল জল্পনা

বিজেপি হল তৃণমূল কংগ্রেসের জন্য লক্ষ্মী, সুব্রত মুখার্জির কথায় বাড়ল জল্পনা


শিলিগুড়িতে সরস মেলার উদ্বোধনে গিয়ে তৃণমূল কংগ্রেসের শীর্ষনেতা তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় উপস্থিত সাংবাদিকদের চমকে দিয়ে মন্তব্য করেন, বিজেপি আমাদের (তৃণমূল কংগ্রেসের) লক্ষ্মী। এরপর উপস্থিত সাংবাদিকদের গুঞ্জন থামিয়ে বর্ষীয়ান নেতা তাঁর বক্তব্যের পূরণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, আগে বিরোধী ভোট ভাগ হত দুভাগে, এখন তিন ভাগ হবে। তাই আসন্ন পঞ্চায়েত ও লোকসভা ভোটে বিজেপিকে নিয়ে তৃণমূলের চিন্তা নেই, তৃণমূলের ভোটব্যাঙ্ক অটুট আছে।

এরপরেই বিজেপিকে তীব্র আক্রমন করে বলেন, বিজেপি যেসব অভিযোগ করছে তা বস্তাপচা পুরোনো অভিযোগ, ওরা নতুন কিছু বলুক। বিরোধী দলে থাকলে আমিও এসব (বিজেপি বা মুকুল রায়ের করা শাসকদল এখন রাজ্যে রাজনীতি টুকুও করতে দিচ্ছে না অভিযোগের পরিপ্রেক্ষিতে) বলতাম, নতুন কী? সামনেই দুটি উপনির্বাচন আছে রাজ্যে, তাতেই কোনটা দুধ আর কোনটা জল তা পরিষ্কার হয়ে যাবে। বিজেপির ফলাফল আর আমাদের ফলাফল দেখতে পাবেন, একটু অপেক্ষা করুন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!