এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজীব কুমারকে জেরার সুপ্রিম অনুমতি মিলতেই লাল ডায়েরি থেকে ল্যাপটপ ‘ভ্যানিশ’ করলেন খোদ সুদীপ্ত সেন!

রাজীব কুমারকে জেরার সুপ্রিম অনুমতি মিলতেই লাল ডায়েরি থেকে ল্যাপটপ ‘ভ্যানিশ’ করলেন খোদ সুদীপ্ত সেন!


সারদা কেলেঙ্কারি ধরতে রাজ্য সরকার এক স্পেশ্যাল ইনভেস্টিগেটিং টীম বা সিট তৈরী করে – যার মাথায় বসানো হয় বর্তমান কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমারকে। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশে এই তদন্তের ভার গ্রহণ করে সিবিআই। আর তারপরেই সিবিআইয়ের অভিযোগ সিটের তদন্তের অসম্পূর্ন রিপোর্ট সিবিআইকে দেওয়ার পাশাপাশি নাকি রাজীব কুমারের নেতৃত্বে সিট অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও নথি নষ্ট করে ফেলেছে। এই সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য গত দুবছরে রাজীব কুমারকে সিবিআই তিন-তিনবার ডেকে পাঠালেও দেখা দেন নি তিনি।

ফলে গত রবিবার সিবিআই আধিকারিকরা পৌঁছে যান রাজীব কুমারের বাসভবনে। সেখানে তাঁদের প্রবল বাধার মুখে পড়তে হয় – কলকাতা পুলিশের আধিকারিকেরা কার্যত ঘাড় ধরে, চ্যাংদোলা করে সিবিআই আধিকারিকদের শেক্সপিয়র সরণির থানায় নিয়ে যান। রাজীব কুমারের বাসভবনে ছুটে আসেন খোদ মুখ্যমন্ত্রী এবং তাঁকে সিবিআইয়ের জেরা করতে চাওয়ার পিছনে আদতে নরেন্দ্র মোদির রাজনৈতিক প্রতিহিংসার চক্রান্তের অভিযোগ আনেন তিনি। সেই অভিযোগেই এরপর তিনি মেট্রো চ্যানেলে ধর্নায় বসে যান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে, এই নিয়ে সিবিআই সুপ্রিম কোর্টে যায়। সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় ‘আপাতত’ গ্রেপ্তার করা যাবে না রাজীব কুমারকে। তবে সিবিআই চাইলে সিবিআইয়ের জেরার মুখোমুখি হতেই হবে তাঁকে। অন্যদিকে, সিবিআই সারদা কাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার পর বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হতে থাকে যে, সারদা-কর্তা সুদীপ্ত সেনের ব্যক্তিগত একটি লাল ডায়েরি, বেশ কিছু পেন ড্রাইভ ও একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করে সিট। যেখানে বিভিন্ন প্রভাবশালীদের সঙ্গে আর্থিক লেনদেনের পুঙ্খানুপুঙ্খ বিবরণ লেখা আছে, আর তা বাজেয়াপ্ত করলেও সিবিআইয়ের হাতে তুলে দেন নি রাজীব কুমার।

ফলে, আজ সুপ্রিম কোর্টের নির্দেশে রাজীব কুমারকে জেরা সুযোগ পেতেই ওই নথিগুলি সিবিআই হাতে পেতে পারে বলে জল্পনা ছড়ায়। কিন্তু, আজ বারাসত আদালতে একটি মামলায় হাজিরা দেন সারদা-কর্তা সুদীপ্ত সেন। সেখানে তাঁকে লাল ডায়েরি, পেন ড্রাইভ ও ল্যাপটপ নিয়ে প্রশ্ন করা হয়। সেই প্রশ্ন শুনে প্রথমে কিছুটা চুপ করে থেকে পরে তিনি আদালতকে জানিয়ে দেন তাঁর কাছে কোনও দিন কোনও লাল ডায়েরি, পেন ড্রাইভ বা ল্যাপটপ ছিল না! আর সুদীপ্ত সেনের এহেন জবানবন্দির পরিপ্রেক্ষিতে তীব্র জল্পনা ছড়িয়েছে রাজ্য-রাজনীতিতে। যে তথ্য ও নথি ঘিড়ে এতদিন সরগরম ছিল রাজ্য-রাজনীতি আজ হঠাৎ করে সেগুলির অস্তিত্বই কেন অস্বীকার করলেন সুদীপ্ত সেন? সব মিলিয়ে রাজীব কুমারকে জেরার সুযোগ মিলতেই নতুন মোড় সামনে এল সারদা কাণ্ডে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!