এখন পড়ছেন
হোম > জাতীয় > সুদূর বারাণসী থেকে মমতার ঘুম ওড়াতে ‘ভোকাল’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! চড়ছে উত্তেজনার পারদ

সুদূর বারাণসী থেকে মমতার ঘুম ওড়াতে ‘ভোকাল’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! চড়ছে উত্তেজনার পারদ


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির পাখির চোখ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এ কারণে গত রবিবার মন কি বাত অনুষ্ঠানে বাংলার বেশকিছু মনীষীর প্রসঙ্গ তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে তিনি ঋষি অরবিন্দ ঘোষ, উনিশ শতকের কবি মনোমোহন বসুর কথা উল্লেখ করেছিলেন। গতকাল বারাণসী থেকে পরোক্ষভাবে বাংলার প্রসঙ্গ টেনে তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরোক্ষ ভাবে আক্রমণ করলেন রাজ্যের শাসক দল তৃণমূলকে। সম্প্রতি কেন্দ্রীয় কৃষি বিলের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে দেশের নানা স্থানে। দিল্লির নিকটবর্তী অঞ্চলে ব্যাপক হারে দেখা দিচ্ছে কৃষক বিক্ষোভ। এর প্রেক্ষিতে নয়া কৃষি আইনের পক্ষে বিশেষ বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বারাণসীর মঞ্চ থেকে ক্ষুব্দ কৃষকদের শান্ত করার বার্তা দিলেন তিনি।

গতকাল সোমবার এই সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে, দেশের একটি রাজ্যে এখনও পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করা হয়নি। এই প্রকল্প চালু হলে, প্রধানমন্ত্রীর নাম হবে। তাই এই রাজ্যে এখনও কেন্দ্রীয় প্রকল্প চালু করেনি। তিনি জানালেন যে, বিজেপি ক্ষমতায় এলে কৃষকদের কাছে টাকা পৌঁছে দেয়া হবে। প্রধানমন্ত্রী যে তাঁর বক্তব্যে পশ্চিমবঙ্গকে ও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে ইঙ্গিত করেছেন, তা পরিষ্কার। কারণ, দেশের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গেই এখনো পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধি চালু হয়নি।

সরাসরি রাজ্যের নাম না নিয়েও প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করলেন। তিনি জানালেন, ” একটা রাজ্য এমন মিথ্যা বলেছিল যে কৃষকরাই বলে বসেছিলেন, আমাদের টাকা চাই না। ফলে ওই রাজ্যে ওই প্রকল্প কার্যকর হয়নি। তবে নির্বাচনে আমাদের সরকার তৈরি হলে ওখানকার কৃষকদের ওই প্রকল্পের এক্তিয়ারে আনবই। ” অন্যদিকে, রাজ্যের তরফ থেকে বলা হয়েছে যে, রাজ্যে এরকম একটি প্রকল্প চালু রয়েছে। আবার, কেন্দ্রীয় পিএম কিষান সম্মান নিধি প্রকল্পতে কৃষককে বছরে ৬ হাজার টাকা দেওয়ার ব্যবস্থা আছে। অন্যদিকে রাজ্যের ‘কৃষক বন্ধু প্রকল্পে’ কৃষকদের বছরে ৫ হাজার টাকার সাহায্যের ব্যবস্থা আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যে কেন্দ্রের কিষান সম্মান নিধি প্রকল্প চালু না করায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এরপর, গত ৯ ই সেপ্টেম্বর কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে, কেন্দ্রীয় এই প্রকল্পটি চালু করতে রাজ্যের কোন সমস্যা নেই। চিঠিতে তিনি লিখেছিলেন যে, রাজ্যের কৃষকদের জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে। যেখানে কৃষকদের বছরে ৫ হাজার টাকা আর্থিক সাহায্য দেয়া হয়। আবার ১৮ থেকে ৬০ বছর বয়সের কৃষকের, ক্ষেত মজুরের মৃত্যু হলে তার পরিবারকে ২ লক্ষ টাকা এককালীন সাহায্য দেওয়া হয়। এছাড়াও শস্য বীমা যোজনার ১০০% রাজ্য দেয়। তবে, কেন্দ্রীয় এই প্রকল্প রাজ্যে চালু করতে রাজ্য সরকারের আপত্তি নেই। তবে প্রকল্পের সমস্ত টাকা রাজ্যকে পাঠিয়ে দেবার কথা জানানো হয়।

অন্যদিকে কৃষি আইনের পক্ষে গতকাল প্রধানমন্ত্রী জানালেন যে, পূর্বে ইউপিএ সরকারের আমলে ঋণ মকুবের প্যাকেজ ঘোষণা করা হলেও তা ছোট কৃষকেরা পান নি। সেসময় কৃষকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তিনি জানিয়েছেন, নয়া কৃষি আইনের নতুন নতুন বিকল্পের হদিশ দেওয়া হয়েছে। আবার, কৃষি মান্ডি সরাবার কথাও বলা হয়নি, মান্ডিগুলি আধুনিকীকরণের কথা বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকেরা আরো বেশি করে ফসল বিক্রির স্বাধীনতা পাবেন। বস্তুত, রাজ্যে কেন্দ্রের কৃষি কিষান সম্মান নিধি প্রকল্প চালু না হওয়ায় বারাণসী থেকে রাজ্যকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!