এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শহীদ মিনারের মঞ্চ থেকে প্রাথমিক শিক্ষকদের পিআরটি স্কেলের দাবিতে কি বললেন সুজন চক্রবর্তী?

শহীদ মিনারের মঞ্চ থেকে প্রাথমিক শিক্ষকদের পিআরটি স্কেলের দাবিতে কি বললেন সুজন চক্রবর্তী?


প্রাথমিক শিক্ষকদের সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা ইউইউপিটিডব্লুএর নেতৃত্ত্বে রাজ্যের লক্ষ লক্ষ প্রাথমিক শিক্ষকদের পিআরটি স্কেলের দাবিতে শহীদ মিনারের পাদদেশে শুরু হয়ে গেল ঐতিহাসিক আন্দোলন। আন্দোলনের মঞ্চে নিজের সমর্থন নিয়ে হাজির ছিলেন বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। প্রায় মিনিট ২০-এর নিজের বক্তব্য কার্যত ঝড় তুলে দিলেন তিনি।

প্রথমেই সুজনবাবু জানান, যুক্তিসম্মত দাবির লড়াই নিয়ে মাস্টারমশায়রা আন্দোলনে আছেন। যুক্তিসম্মত দাবির লড়াই কখনো কোনোদিন হারতে পারে না। এরপরেই তিনি বিভিন্ন উদাহরণ তুলে ধরে তীব্র আক্রমন করেন রাজ্য সরকারকে। এমনকি – রাজ্য সরকারের কম ছাত্র সংখ্যার অজুহাতে স্কুল বন্ধ করে দেওয়া ও সরকারি মোদের দোকান খোলা প্রসঙ্গেও তিনি তীব্র আক্রমন করেন। তুলে আনেন সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া ইসলামপুর কাণ্ডের কথা।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এরপর সুজনবাবু বলেন কিভাবে, ছাত্রদের কাছে প্রাথমিক বিদ্যালয়গুলি ‘দ্বিতীয় বাড়ি’ ওঠে এবং প্রজন্মের পর প্রজন্ম ছাত্রদের সঙ্গে প্রাথমিক শিক্ষকদের কিভাবে আত্মিক সম্পর্ক এগিয়ে চলে সেই কথা – আর সেই পরিপ্রেক্ষিতে যদি প্রাথমিক শিক্ষকদের বঞ্চিত হতে হয় তাহলে, পরবর্তী প্রজন্ম যে ক্ষমা করবে না সে কথাও স্মরণ করিয়ে দেন তিনি। আর কি বলেছেন সুজনবাবু, দেখে নিন নিচের ভিডিওতে –

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!