এখন পড়ছেন
হোম > জাতীয় > সুযোগ পেতেই আবার প্রধানমন্ত্রীর কাছে টাকার জন্য দরবার মুখ্যমন্ত্রীর, জানুন বিস্তারিত

সুযোগ পেতেই আবার প্রধানমন্ত্রীর কাছে টাকার জন্য দরবার মুখ্যমন্ত্রীর, জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সারাদেশসহ পশ্চিমবঙ্গ রাজ্যের করোনা চিত্রটি সার্বিকভাবে মোটামুটি এক। দীর্ঘদিন ধরে করোনা পরিস্থিতি অব্যাহত রাজ্যে। তার মধ্যে নিত্য নতুন রেকর্ড গড়ে চলেছে করোনা। করোনার গ্রাফ এখনো পর্যন্ত ঊর্ধ্বমুখী রাজ্যে। রেকর্ড সৃষ্টি করে প্রতিনিয়ত বেড়ে চলেছে রাজ্যে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়ে আসছেন। কিন্তু সেই দাবি পূরণ হচ্ছে না বলেই অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রীর।

এই অবস্থায় আজ দেশের করোনা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট নিতে দেশের 10 টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই 10 টি রাজ্যের মধ্যে একজন ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর কাছে তিনি রাজ্যের বকেয়াগুলি মেটানোর আবেদন করেন এবং তার সাথেই জানান, করোনার বিরুদ্ধে মোকাবিলা করতে গিয়ে রাজ্যের ভাঁড়ার ক্রমশ শূন্যের দিকে এগোচ্ছে।

এই বৈঠকের পরে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে তিনি 53 হাজার হাজার কোটি টাকা বকেয়া মেটানোর আবেদন করেন। যদিও কেন্দ্রীয় সরকার এই নিয়ে কোনো মন্তব্য করেনি বলেই জানা গেছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জিএসটি বাবদ রাজ্যের 4135 কোটি টাকা পাওনা কেন্দ্রের কাছে। সেই টাকা মেটানোর কোন সদিচ্ছাই এখনো পর্যন্ত দেখা যাচ্ছেনা কেন্দ্রের। অন্যদিকে মুখ্যমন্ত্রী এও বলেন, রাজ্যের এখনো পর্যন্ত করোনা মোকাবিলায় খরচ হয়েছে 25 হাজার কোটি টাকা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার মধ্যে কেন্দ্রীয় সরকার দিয়েছেন মাত্র 125 কোটি টাকা। এছাড়াও মুখ্যমন্ত্রী জানান, করোনা পরিস্থিতির সাথে সাথেই বাংলা সামলেছে আমফান ঝড়। বাংলার ব্যাপক ক্ষয়ক্ষতি সামলানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের পক্ষ থেকে 35 হাজার কোটি চাওয়া হয়েছিল। কিন্তু সেখানেও কেন্দ্রের তরফ থেকে দেওয়া হয় মাত্র এক হাজার কোটি টাকা। অন্যদিকে মুখ্যমন্ত্রীর গর্বের সাথে রাজ্যের সরকারি হাসপাতালগুলো করোনা পরিস্থিতিতে যেভাবে বিনামূল্যে চিকিৎসা চালাচ্ছে তার ব্যাপক প্রশংসা করেন। যদিও এই নিয়ে বিতর্ক আছে।

উপরন্তু জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের আশা কর্মীদের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁদের কাজ তুলে ধরেন। বিশেষজ্ঞদের মতে, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে আর্থিক অভাবের ব্যাপারটি স্পষ্ট করে তুলে ধরেন প্রধানমন্ত্রীর সামনে। অন্যদিকে জানা যাচ্ছে, কেন্দ্রীয় ভাঁড়ারের অবস্থাও এই মুহূর্তে বিশেষ সুবিধাজনক নয়। আপাতত ভাঁড়ে মা ভবানী অবস্থায় কিভাবে মুখ্যমন্ত্রী রাজ্যের করোনা পরিস্থিতি সামাল দেন, সে দিকেই চোখ থাকবে রাজ্যের ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!