এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “সুকান্ত মজুমদার কি বানের জলে ভেসে এসেছে!” হঠাৎ কেন এমন বললেন শুভেন্দু!

“সুকান্ত মজুমদার কি বানের জলে ভেসে এসেছে!” হঠাৎ কেন এমন বললেন শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজভবনে নয়া রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। যেখানে রাজ্যের বিরোধী দলনেতার আসন পেছনে থাকা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। আর সেই বিষয়টি তুলে ধরেই কার্যত সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকেননি শুভেন্দু অধিকারী। তবে শুধু শুভেন্দু অধিকারী নন, রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারকেও সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অপমান করা হয়েছে বলে দাবি করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। যেখানে অন্যান্য সাংসদরা সামনে বসলেও, কেন সুকান্ত মজুমদারকে পেছনে জায়গা দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

সূত্রের খবর, এদিন এই বিষয়ে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “সামনের সারিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, ডেরেক ও ব্রায়েন থাকবেন, তারা যদি সাংসদ হয়, তাহলে সুকান্ত মজুমদারও সাংসদ। তাকে কেন পিছনে জায়গা দেওয়া হবে! সুকান্তবাবু কি বানের জলে ভেসে এসেছে নাকি! আর শুনে রাখুন, আপনাদের অনেকের থেকে সুকান্ত মজুমদারের পড়াশোনা অনেক বেশি। উনি শিক্ষিত মানুষ। এইভাবে অপমান করা ঠিক নয়।” অর্থাৎ নিজের পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারের অপমান নিয়েও এবার সোচ্চার হলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!