এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সুকান্তর নেতৃত্বে মিছিল ঘিরে উত্তপ্ত পরিস্থিতি! পুলিশ-বিজেপি খন্ডযুদ্ধ!

সুকান্তর নেতৃত্বে মিছিল ঘিরে উত্তপ্ত পরিস্থিতি! পুলিশ-বিজেপি খন্ডযুদ্ধ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে চাপে রাখতে জ্বালানির মূল্যবৃদ্ধিতে কেন করে ছাড় দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তুলে ধরে ময়দানে নেমেছে ভারতীয় জনতা পার্টি। রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় তাদের কর্মসূচি চলছে। আর এই পরিস্থিতিতে এবার বারুইপুরে দলের কর্মসূচিতে যোগ দিতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়তে হল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে এলাকা জুড়ে।

সূত্রের খবর, আজ বারুইপুরে বিজেপির পক্ষ থেকে পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধিতে কেন রাজ্য সরকার ছাড় দিচ্ছে না, সেই বিষয়ে একটি প্রতিবাদ মিছিল করা হয়। যে মিছিলের নেতৃত্ব দেন স্থানীয় বিজেপির নেতা কর্মীরা। যেখানে উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। অভিযোগ, কিছুদূর যেতে না যেতেই বিজেপির মিছিল আটকে দেওয়া হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরপরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিজেপি নেতা কর্মীদের। পরবর্তীতে পুলিশের বাধার মুখে পড়ে রীতিমতো রাস্তায় বসে পড়েন বিজেপি কার্যকর্তারা। গেরুয়া শিবিরের অভিযোগ, তাদের প্রতিটি কর্মসূচিতে এভাবেই বাধাদান করে পুলিশ। তারা সম্পূর্ণরূপে তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে। আজকের ঘটনা তারই প্রমাণ বলে দাবি ভারতীয় জনতা পার্টির। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!