এখন পড়ছেন
হোম > Uncategorized > সুকান্তর ওপরে ক্ষুব্ধ দিলীপ, নয়া দ্বন্দ্বে জেরবার বিজেপি!

সুকান্তর ওপরে ক্ষুব্ধ দিলীপ, নয়া দ্বন্দ্বে জেরবার বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই দলের ভেতরে অসন্তোষ ক্রমশ মাথাচাড়া দিতে শুরু করেছে। গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে নেতাদের বিদ্রোহ, নির্বাচনে পরাজয়, কার্যত বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠীর দিকে আঙ্গুল তুলতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে বর্তমান রাজ্য সভাপতির অভিজ্ঞতা কম বলে মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যাকে কেন্দ্র করে বিজেপির ভেতরের অসন্তোষ প্রকাশ্যে চলে এলো বলেই মনে করছেন একাংশ।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে একটি মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। যেখানে বর্তমান পরিস্থিতি নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “সুকান্ত মজুমদারের অভিজ্ঞতা কম। সবে দায়িত্ব পেয়েছেন। কিন্তু ওর জানা উচিত, যারা এতদিন আন্দোলন করেছেন, তাদেরকে গুরুত্ব দেওয়া জরুরি। দলের পুরোনো নেতাদের ওপর ভরসা করেই মানুষ রাস্তায় নেমেছে।”

বিশেষজ্ঞদের মতে, বিজেপির একাংশের অভিযোগ, বর্তমানে পুরনো নেতাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। সুকান্ত মজুমদার নিজের মতো করে দল চালাচ্ছেন। তাই সেই বিষয়টিতে গুরুত্ব দিতেই বর্তমানকে পরামর্শ দেওয়ার চেষ্টা করলেন পূর্বসূরী দিলীপ ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!