এখন পড়ছেন
হোম > Uncategorized > সুখের দিন শেষ, কাঠ-কয়লায় রান্না শুরু! গৃহিণীদের প্রশিক্ষণ দিতে উদ্যোগ চন্দ্রিমার!

সুখের দিন শেষ, কাঠ-কয়লায় রান্না শুরু! গৃহিণীদের প্রশিক্ষণ দিতে উদ্যোগ চন্দ্রিমার!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে মূল্যবৃদ্ধি ভয়াবহ আকার ধারণ করেছে। হাজার পার হয়ে গিয়েছে রান্নার গ্যাসের দাম। হেশেলে আগুন ধরে গিয়েছে। আর এই পরিস্থিতিতে কেন্দ্রের জনবিরোধী সিদ্ধান্তকে হাতিয়ার করে রাস্তায় নেমে অভিনব প্রতিবাদ করলো তৃণমূল মহিলা কংগ্রেস। যেখানে কার্যত উনুন দিয়ে রাস্তায় বসে প্রতিবাদ করতে দেখা গেল মহিলা তৃণমূলের নেত্রীদের। এই প্রতিবাদ কর্মসূচির মধ্যে দিয়ে একদিকে তারা যেমন বিজেপিকে কটাক্ষ করলো, ঠিক তেমনই বর্তমান পরিস্থিতিতে এবার যে গ্যাস ছেড়ে উনুনে রান্না করতে হবে এবং তার জন্য যে দায়ী কেন্দ্রীয় সরকার, তা বোঝানোর চেষ্টা করলো বলেই মনে করছেন একাংশ।

সূত্রের খবর, এদিন তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে মাটির উনুন নিয়ে কলকাতার রাজপথে রান্না করে প্রতিবাদ জানানো হয়। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মূলত, তৃণমূলের এদিনের কর্মসূচি থেকে বার্তা দেওয়া হয়, এখন থেকে মাটির উনুন সবথেকে বড় সম্বল। কেন্দ্রীয় সরকারের মূল্য বৃদ্ধির জন্য আর রান্নার গ্যাসে রান্না করা যাবে না।

এদিন এই প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “এই প্রশিক্ষণ কেন্দ্রের একটাই কারণ, গ্যাসের দাম বৃদ্ধি। মোদী সরকার যেভাবে গ্যাসের দাম বাড়াচ্ছে, তাতে আর গ্যাস ব্যবহার না করে এবার ফিরে যাওয়া উচিত পুরনো দিনের পদ্ধতিতে।”বিশেষজ্ঞদের মতে, তৃণমূল মহিলা কংগ্রেসের এই অভিনব কর্মসূচি যথেষ্ঠ আলোড়ন ফেলে দিয়েছে রাজ্য জুড়ে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!