এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সুখবর ! উৎসবের মরশুমে ভিড় এড়াতে বিশেষ ব্যবস্থা রেল কর্তৃপক্ষের ! ঘোষণা করলো নয়া সিদ্ধান্ত !

সুখবর ! উৎসবের মরশুমে ভিড় এড়াতে বিশেষ ব্যবস্থা রেল কর্তৃপক্ষের ! ঘোষণা করলো নয়া সিদ্ধান্ত !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  চলছে দুর্গাপূজা উৎসব মানুষ বেরিয়েছেন প্রতিমা দর্শন এর জন্য বিভিন্ন মণ্ডপে মণ্ডপে , শহর জুড়ে চলছে আনন্দের উচ্ছ্বাস সঙ্গে বাঁধভাঙ্গা ভিড়ে উপচে পড়ছে শহরের রাস্তা জুড়ে  । আর এই পরিস্থিতিতে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এক বড় সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ । করোণা মহামারীর দ্বিতীয় ঢেউ চলার জন্য বন্ধ রয়েছে স্বাভাবিক রেল পরিষেবা তবে  কিছু স্পেশাল ট্রেন চললেও পুজোর সময়ে তাতে উপচে পড়ছে ভিড় যা দেখার মতো ।  যার জন্য এই পরিস্থিতিতে বড়োসড়ো সিদ্ধান্ত নিয়েছে হাওড়া ডিভিশন ।  হাওড়া ও  শিয়ালদহমুখী ট্রেনে  দর্শনার্থীদের ভিড়  যথেষ্ট থাকাই রাতে বেশি ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিল হাওড়া ডিভিশন  । তবে শিয়ালদা ডিভিশন থেকেও এ বিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়া না  হলেও প্রয়োজনে যে রাতের ট্রেন চলাচলের সংখ্যা বাড়াবে এমনটাই জানা যাচ্ছে   সূত্র মারফৎ ।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!