এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সুখবর! বাংলায় বিভিন্ন রুটে চালু হচ্ছে সরকারি বাস পরিষেবা, শুরু হবে ক্যাব সার্ভিসও

সুখবর! বাংলায় বিভিন্ন রুটে চালু হচ্ছে সরকারি বাস পরিষেবা, শুরু হবে ক্যাব সার্ভিসও

করোনা পরিস্থিতি সামাল দিতে দেশে করোনা আক্রান্ত প্রতিটি রাজ্যে চলছে লকডাউন। যদিও লকডাউন চললেও করোনা পরিস্থিতির বিন্দুমাত্র উন্নতি হয়নি। বরং দিন দিন বিভিন্ন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। যার মধ্যে পশ্চিমবাংলা অন্যতম। তবে এবার পশ্চিমবঙ্গ সরকার লকডাউন এর মধ্যেই সিদ্ধান্ত জানালেন সরকারি বাস চালানোর ক্ষেত্রে। সম্প্রতি রেলের পক্ষ থেকেও যাত্রীবাহী ট্রেন চালানোর ব্যাপারে ঘোষণা করা হয়েছে। সেই অনুযায়ী টিকিট বুকিংও হয়ে গেছে বলে জানা গেছে।

এবার রাজ্য সরকারের পালা। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এবার রাজ্যজুড়ে বাস এবং ট্যাক্সি চলবে বলে জানানো হয়েছে। এর আগে গ্রীন জোনে বেসরকারি বাস পরিষেবা চালু হয়ে গিয়েছিল। সে ক্ষেত্রে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে বাস চালানো হয়েছে এবং হচ্ছে বলে জানা গেছে। এবার পথে নামছে সরকারি বাস। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র জরুরি পরিষেবায় সংযুক্ত কর্মচারীরা যাতে বিনা বাধায় কর্মস্থলে পৌঁছাতে পারেন তার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে।

শুধু সরকারি বাস নয়, জানা গেছে এবার চালু হবে অ্যাপ ক্যাব পরিষেবাও। তবে সে ক্ষেত্রে মানতে হবে একাধিক স্বাস্থ্য বিধি। রাজ্য পরিবহণ দপ্তর সূত্রে জানা গেছে, এক একটি বাসে সর্বোচ্চ কুড়ি জন যাত্রী উঠতে পারবেন, তার বেশি নয়। তবে জরুরী পরিষেবা ছাড়াও বেসরকারি অফিস যাত্রীরা এবং সরকারি অফিস যাত্রীরাও এই বাসে উঠতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু যাত্রীদের সাথে রাখতে হবে অবশ্যই নিজস্ব পরিচযপত্র। যে যে বাস চলবে বলে জানা গেছে, সেগুলি হলঃ- এস ২৪, এস ১২, এস ৯এ, এস ৭, এস ১২ডি, এস ৩৭, এস ৬, সি ৩৭, সি ৮, সি ২৬, এসটি ৭। অন্যদিকে, পরিবহণ দপ্তর থেকে জানানো হয়েছে অ্যাপ ক্যাব পরিষেবার ক্ষেত্রেও বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রথমত, চালকের পাশে কেউ বসতে পারবেন না। ক্যাবের পেছনের সিটে ন্যূনতম দুজন যাত্রা করতে পারবেন। এই অ্যাপ ক্যাবে উঠতে গেলে সাথে রাখতে হবে ই পাস।  আরও জানা গেছে, অ্যাপ ক্যাব চালককে মাস্ক এবং গ্লাভস পড়তে হবে। একই নিয়ম বলবৎ থাকবে যাত্রীর জন্যেও। এর সাথে ক্যাবে অবশ্যই থাকতে হবে স্যানিটাইজার। পরিবহণ দপ্তর থেকে জানা গেছে, লকডাউন চলাকালীন দীর্ঘদিন পরিবহণ বন্ধ থাকায় সাধারণ মানুষ প্রয়োজনে গাড়ি পাননি। গাড়ি না পেয়ে তাঁদের কিছু ক্ষেত্রে বিপদের সম্মুখীন হতে হয়েছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে এবার জরুরী ক্ষেত্রে সমাধানের পথ বেছে নিয়ে সরকারি বাস রাজপথে নামল বলে জানা গেছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!