এখন পড়ছেন
হোম > অন্যান্য > আজ রবিবার কোন দেবতাকে পুজো করবেন সুখ শান্তি আনতে, কী বিধান দিয়েছে জ্যোতিষ শাস্ত্র!

আজ রবিবার কোন দেবতাকে পুজো করবেন সুখ শান্তি আনতে, কী বিধান দিয়েছে জ্যোতিষ শাস্ত্র!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জ্যোতিষ শাস্ত্র মতে প্রতিদিনই কোনো কোনো বিশেষ দেবতার সাথে যুক্ত। সপ্তাহের এক একটা বারে এক একজন বিশেষ দেব-দেবী অধিষ্ঠিত হন। তাই যদি সেই দেব-দেবীকে যদি তার নির্দিষ্ট বারে পূজা করা যায় তবে শুভ ফল লাভ হয়, এমনটাই বলে থাকেন শাস্ত্রবিদরা।
সোমবার যেমন দেবাদিদেব মহাদেবের দিন, তেমনই রবিবার হলো সূর্যদেবের বার।

সূর্যদেব হিন্দু শাস্ত্র অনুযায়ী অন্যতম প্রাচীন বৈদিক দেবতা। ঋগ্বেদ সূর্যদেবকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোনার্কের সূর্য মন্দির তো বিখ্যাত। এই সূর্য আমাদের পৃথিবীর চালিকাশক্তি। প্রাণের উন্মেষ সূর্যের কারণেই। তাকে পূজা করতে বিগ্রহের প্রয়োজন হয় না, তাকে প্রতিদিনই পূর্বাকাশে উদয় হতে দেখি আমরা। জ্যোতিষীরা বলেন, আমাদের রাশিছকেও সূর্যের ভূমিকা অসীম। সূর্যদেব প্রসন্ন হলে যশ, প্রতিপত্তি, সম্পদ — সবকিছুই লাভ করতে পারি।

তবে আসুন জেনে নিই জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কী ভাবে আপনি রবিবারে সূর্যদেবকে প্রসন্ন করতে পারেন।

★ রবিবার ঊষা লগ্নে ঘুম থেকে উঠে স্নান সেরে, লাল বস্ত্র পরিধান করে, একটা তামার ঘটিতে জল নিয়ে পূর্বাকাশে সূর্যের দিকে মুখ করে যদি কেউ সূর্য প্রনাম করে জল অর্পণ করে, সে সূর্যদেবের আশীর্বাদ থেকে বঞ্চিত হয় না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

★ জ্যোতিষশাস্ত্র মতে, ঘটিতে করে সূর্য দেবকে শুধু জল অর্পণ করা উচিত নয়। তাই জলদানের সময় সেই তামার ঘটিতে জলের সাথে মিশিয়ে নিন অল্প রক্তচন্দন, লাল কুমকুম, লাল রঙের যে কোনো ফুল আর সামান্য চাল। এই জল অর্পণ করে সূর্য প্রণাম করলে সূর্য দেব প্রসন্ন হন।

★ জ্যোতিষশাস্ত্রবিদরা সূর্য পূজা কালীন কিছু ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন, যেমন —
১. সূর্য প্রণামের সময় অর্ঘ্য দানের জল যেন পায়ে না পড়ে। সেই কারণে, সেই জল অর্পণের সময় কোনো পাত্রে ফেলুন।
২. অর্ঘ্য দানের সময় মনে রাখা দরকার, জলের ঘটি যেন তামা নির্মিত হয়। যদি তামার ঘটি না থাকে তবে হাত দিয়ে জল নিয়ে অর্পণ করা যেতে পারে।
৩. সূর্যদেবকে লাল ছাড়া অন্য কোনো রঙের ফুল নিবেদন করা যায় না।
৪. অর্ঘ্যদানের সময় সূর্য যদি মেঘে ঢাকা থাকে তাও অর্ঘ্যদান করতে হবে।
৫. ঘটির জলে চিনি বা গুড় জাতীয় দ্রব্য একদম মেশানো যাবে না।

★ রবিবারে ভুলেও তুলসীপাতা তোলা উচিৎ নয়।

★ রবিবারে মুসুরি ডাল, রসুন, লাল শাক খাওয়া এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন জ্যোতিষীরা।

কথায় আছে, মানুষ যখন পাকে পড়ে, খড়কুটোকেও আঁকড়ে ধরে। সেখানে এটি তো দেবতার পূজা! মনের বিশ্বাসটাই তো আসল কথা, তাই না?

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!