এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সুন্দরী তিলোত্তমার মুকুটে আরও একটি পালক, সেরা বিজ্ঞান শহরের তালিকায় প্রথম একশোতে

সুন্দরী তিলোত্তমার মুকুটে আরও একটি পালক, সেরা বিজ্ঞান শহরের তালিকায় প্রথম একশোতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা নিয়ে যখন জেরবার রাজ্য, ঠিক সেসময় একটি দারুন খুশির খবর এলো বঙ্গবাসীর জন্য। সারাবাংলার জন্য এটি যেরকম সুখবর, সেরকমই কলকাতাবাসীদের জন্য এটি অত্যন্ত গর্বের খবর। সম্প্রতি নেচার ইনডেক্স একটি সমীক্ষা চালায় সারাবিশ্বের বিজ্ঞান কেন্দ্রিক শহরগুলির উপর। এবং এই সমীক্ষাতেই প্রথম 100 টি শহরের মধ্যে ঢুকে পড়েছে এবার তিলোত্তমা কলকাতা। এই খবরটি জানা গিয়েছে তৃণমূল এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে।

আগে কলকাতা বিজ্ঞান শহরের তালিকায় 121 নম্বরে ছিল। আর এবার অনেক কে পেছনে ফেলে কলকাতা উঠে গিয়েছে 99 তম স্থানে। আশ্চর্যের বিষয় হল, বিজ্ঞান চর্চার অন্যতম পীঠস্থান বেঙ্গালুরু বেশ কিছুটা পিছিয়ে গেছে এই তালিকায়। এছাড়াও এই বিজ্ঞান তালিকার শীর্ষে রয়েছে বেজিং, বোস্টন, নিউইয়র্ক এর মতন শহর। প্রত্যেকবারই nature’s একটি সমীক্ষা চালায় বিজ্ঞান চর্চা এবং তার প্রয়োগের ওপর কোন শহরে এগিয়ে রয়েছে পৃথিবীর বুকে তার নিয়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

2020 তেও একইভাবে তাঁরা সমীক্ষা চালায়। এবং সেই সমীক্ষাতেই প্রথম 100 এর তালিকায় কলকাতা ঢুকে পড়ে। এই খবরে খুব স্বাভাবিকভাবেই কলকাতাবাসী যেরকম খুশি হয়েছে, একইভাবে খুশি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই শহর যে তাঁরই পরিকল্পনামাফিক হয়েছে। অনেকের মতে, করোনা পরিস্থিতিতে নিউ নরমালে বাড়িতে বসেই কলকাতাবাসী তার দৈনন্দিন জীবন যাপনে প্রযুক্তিকে সঙ্গী করে নিয়েছে। ফলস্বরূপ বিজ্ঞান চর্চা এবং প্রয়োগের পরিসর বেড়েছে। অন্যদিকে এই তালিকায় আগে 93 নম্বরে ছিল বেঙ্গালুরু। এবছর তা বেশ কিছুটা পিছিয়ে এসে 97 হয়ে গেছে।

সারা ভারতে কলকাতা এবং বেঙ্গালুরু বিশ্বের বিজ্ঞান শহরের তালিকায় প্রথম 100 এর মধ্যে রয়েছে। তবে 200 এর মধ্যে এই বিজ্ঞান তালিকায় আরও দুটি শহরের একটি হলো মুম্বাই এবং অন্যটি হলো দিল্লি। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে কলকাতা বিজ্ঞান চর্চার অন্যতম পীঠস্থান হয়ে উঠেছে। এবং যা করোনা আবহে অত্যন্ত স্পষ্ট সবার সামনে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে কলকাতা এগিয়ে গেছে করোনা আবহেই। অন্যদিকে কলকাতা বিশ্বের বিজ্ঞান শহরের প্রথম একশোর তালিকায় স্থান পাওয়া নিয়ে রাজনীতি ভুলে খুশির ছোঁয়া সবার অন্তরেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!