এখন পড়ছেন
হোম > জাতীয় > “শুনে রাখুন ভাইপো, আমি আবার ডায়মন্ড হারবার যাব।” -অভিষেককে তীব্র কটাক্ষ ও হুঁশিয়ারি জে পি নাড্ডার

“শুনে রাখুন ভাইপো, আমি আবার ডায়মন্ড হারবার যাব।” -অভিষেককে তীব্র কটাক্ষ ও হুঁশিয়ারি জে পি নাড্ডার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগে কাঁথিতে তৃণমূলের সভা থেকে শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় কটাক্ষ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে তুই-তোকারি বলে সম্বোধন যেমন করেছিলেন, তেমনি বাপ্ তুলেও সম্বোধন করতে দেখা গিয়েছিল তাঁকে। তীব্র ভাষায় তাঁকে চ্যালেঞ্জ করে অভিষেক জানিয়েছিলেন যে, তাঁর বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে তিনি দাঁড়িয়ে আছেন, যা করার তিনি করতে পারেন। এরপর সরাসরি নাম না করেও, সংক্ষিপ্ত শব্দ বন্ধ ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারী। এরপর, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কর তীব্র কটাক্ষ ও হুঁশিয়ারি দিতে গেল বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে।

আজ তারাপীঠে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা জানালেন যে, শুভেন্দু অধিকারীর বাবাকে নিয়ে যে কথা বলেছিলেন ভাইপো, তা তিনি মুখেও আনতে পারছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি জানালেন যে, সস্তায় ক্ষমতা পাওয়ার কারণেই মস্তি করছেন তিনি। কাঁথি থেকে ভাইপো যা যা কথা বলেছেন তা তিনি মুখে আনতে পারছেন না। জে পি নাড্ডা জানালেন যে, তাঁর নামের সঙ্গেও একসময় বিশেষণ জুড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুইতোকারি করতেও ছাড়েননি তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি প্রশ্ন করেছেন যে, এটাই কি বাংলার সংস্কৃতি ? তিনি অভিযোগ করেন যে, তৃণমূল বাংলার সংস্কৃতিকে মাটিতে মিশিয়ে দিয়েছে। তৃণমূল বলে থাকে বিজেপি বহিরাগত সংস্কৃতিকে আমদানি করছে। কিন্তু তিনি বলতে চান যে, তাঁরা বাংলার হারানো সংস্কৃতিকে আবার ফিরিয়ে দেবেন। বাংলা হলো নেতাজির, রবীন্দ্রনাথের, ঋষি অরবিন্দের। কিন্তু সেই সংস্কৃতি এখন হারিয়ে গিয়েছে। তৃণমূল নিজেদের মা, মাটি, মানুষের সরকার বলে থাকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের সম্মান করেন না, মাটিকেও তিনি ভালবাসেন না, অভিযোগ করলেন জে পি নাড্ডা।

জে পি নাড্ডা অভিযোগ করলেন যে, তৃণমূল কলঙ্কিত করেছে বাংলাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি জানালেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন বিগড়ে যাওয়া ছেলে। তাই রাজীব বন্দ্যোপাধ্যায় প্রমুখরা সরে পড়েছেন। তিনি জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় জানেন যে, মা মাটি মানুষের সরকার মা মাটি মানুষের হয়ে থাকেনি। তিনি জানালেন যে, রাজীব বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় প্রমুখরা দেশের জন্য সমর্পিত। এ কারণেই দলত্যাগের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

জে পি নাড্ডা প্রশ্ন করেছেন যে, ডায়মণ্ডহারবার, ভবানীপুরে গিয়ে কি ভুল হয়েছিল তাঁর ? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, ” শুনে রাখুন ভাইপো, আমি আবার ডায়মন্ড হারবার যাব। আপনি শুধু দেখতে থাকুন! ভাইপোকে বলছি ওখানে আবার যাব। প্রজাতন্ত্রর শিক্ষা দেবো।” জে পি নাড্ডা জানালেন যে, বাংলার আসল পরিবর্তন চাই। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি জানালেন যে, অনেক হয়েছে এখন বাংলার মানুষ চাইছেন পরিবর্তন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!