এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > শূন্য থেকে শুরু করে ঘাসফুল ফোটানোর মহামন্ত্র পেয়েছেন মমতা? বিশেষ দায়িত্ব হেভিওয়েট নেত্রীকে

শূন্য থেকে শুরু করে ঘাসফুল ফোটানোর মহামন্ত্র পেয়েছেন মমতা? বিশেষ দায়িত্ব হেভিওয়েট নেত্রীকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2011 সালে সাফল্য পেলেও, তারপর যত নির্বাচনে এসেছে, প্রায় সব নির্বাচনেই মালদহে খুব একটা ভালো ফল করতে পারেনি তৃণমূল কংগ্রেস। দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব যে ক্ষেত্রে তাদের প্রধান কাটা হয়ে দাঁড়িয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে এবার মালদহে দলকে চাঙ্গা করতে জেলা নেতৃত্বকে একগুচ্ছ নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিশেষ সূত্র মারফত খবর, সোমবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসব অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মালদহের জেলা তৃণমূলের সভানেত্রী তথা সাংসদ মৌসম বেনজির নূর। আর সেখানেই তার সঙ্গে কথা বলে সংগঠন নিয়ে তাকে বেশ কিছু নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে খবর। স্বাভাবিকভাবেই মালদহে গত লোকসভা নির্বাচনে বিজেপির উত্থান হওয়ার পর তৃণমূল নেত্রী কিছুটা হলেও চিন্তিত। আর সেই কারণেই গোষ্ঠী কোন্দল বন্ধ থেকে শুরু করে দলের সংগঠন চাঙ্গা করার বার্তা মৌসম বেনজির নূরকে দিয়ে দিলেন তিনি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, গত 2016 সালের বিধানসভা নির্বাচনে মালদহ জেলা থেকে তৃণমূল একটি আসনও নিজেদের দখলে আনতে পারেনি। শুধু তাই নয়, 2019 সালের লোকসভা নির্বাচনেও এখানে খালি হাতে ফিরতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। আর এই পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচনে যাতে এমনটা না হয়, তার জন্য এখন থেকেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। আর উত্তরবঙ্গ উৎসবের মঞ্চে উপস্থিত জেলা তৃণমূলের সভানেত্রীকে সংগঠনের ব্যাপারে বেশ কিছু নির্দেশ দিতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে।

অনেকে বলছেন, গত লোকসভা নির্বাচনে বিজেপি যেভাবে উত্তরবঙ্গের ভালো ফল করেছে, তাতে এবার সেই উত্তরবঙ্গ নিজেদের দখলে রাখা তৃণমূলের কাছে চ্যালেঞ্জের বিষয়। তাই এই পরিস্থিতিতে মালদহ জেলার একাধিক বিধানসভা আসন থাকায় সেখানকার সংগঠনের যাতে কোনো ত্রুটি না থাকে, তার চেষ্টা করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। যাতে এই জেলা থেকে একাধিক আসন তৃণমূলের দখলে থাকে, এবার তার জন্য জেলা সভানেত্রীকে নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তৃণমূলের পক্ষে সেই কাজ করা কি অতটা সহজ হবে! কেননা দিনকে দিন দলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং দলের ভাঙ্গন শাসকদলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এই পরিস্থিতিতে বিদ্রোহী নেতাদের ক্ষোভকে সামাল দিয়ে কিভাবে তৃণমূল সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মালদহ জেলার সংগঠনকে চাঙ্গা করবে, এখন সেটাই সবথেকে বড় চিন্তার বিষয় বিশেষজ্ঞদের কাছে।

এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূলের এক নেতা বলেন, “আমরা সারা বছর মানুষের পাশে ছিলাম। করোনা পরিস্থিতির সময় বিরোধীদের দেখা যায়নি। ভোটের জন্য বেশকিছু রণকৌশল তৈরি করতে হয়, তা আমরা করব। লোকসভা নির্বাচনের রেশ কেটে গিয়েছে। নেত্রীর নির্দেশ মত জেলায় আমরা ঐক্যবদ্ধ ভাবে রয়েছি। গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি রটনা।” এদিকে এই ব্যাপারে মালদহ জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম বেনজির নূর বলেন, “আসন্ন বিধানসভা নির্বাচনে নেত্রী মালদহ জেলার ভালো ফলাফল আশা করছেন।

সেই বিষয়টি তিনি আমাকে জানিয়েছেন। ভালো ফলের জন্য সংগঠন মজবুত করতে হবে। সেই ব্যাপারে নেত্রী আমাকে নির্দেশ দিয়েছেন।” অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে মালদহ জেলায় ভালো ফল করতে মৌসম বেনজির নূরের উপর ভরসা রাখছেন, তা বলাই যায়। কিন্তু একদিকে সংগঠনকে চাঙ্গা করা এবং অন্যদিকে গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করতে জেলা তৃণমূলের সভানেত্রী কতটা সচেষ্ট হন, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!