এখন পড়ছেন
হোম > জাতীয় > রাখির বাজারে ‘সুপারহিট’ ইনি – লোকসভার আগাম আভাস দিয়ে গেল কি রাখি উৎসবই?

রাখির বাজারে ‘সুপারহিট’ ইনি – লোকসভার আগাম আভাস দিয়ে গেল কি রাখি উৎসবই?


তৃণমূলের প্রতীকী ঢং-এ শাড়ি, জামা বহুদিন আগেই বাজারে নিজের জায়গা করে নিয়েছে। এমনকি জোড়াফুল প্রতীক এবং রং- এ সেজে রাখিও তৈরি  হওয়ার খবরও নতুন নয়। তবে এবারের রাখি পূর্ণিমার আগে মালদহের বাজারে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতি দেওয়া রাখিতে ছেয়ে গেছে  মালদহের বাজার। সঙ্গে জনপ্রিয়তাও আকাশছোঁয়া। মূল্য বেশি নয়, ১০ – ২০ এর মধ্যেই দাম রাখা হয়েছে। একটিতে সাজসজ্জা একটু কম,অন্যটিতে একটু বেশি। তবে দুটো ক্ষেত্রেই রাখির কেন্দ্রে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদাহাস্যময় মুখের প্রতিকৃতি। মালদহের একাধিক রাখি বিক্রেতা কোলকাতা থেকে এই রাখি নিয়ে এসেছেন। তা দিব্যি বিক্রি হচ্ছে বাজারে। এই ‘মমতা রাখি’র ব্যাপক চাহিদা রয়েছে মালদহে এই সময়। এমনটাই জানা যাচ্ছে জেলা সূত্রের খবর থেকে।

মালদহের ইংলিশবাজারেই ‘মমতা রাখি’-র পসরা সাজিয়ে বসেছেন মানু শেখ নামের এক বিক্রেতা। বিক্রি কেমন হচ্ছে এ প্রসঙ্গে তাঁর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান,হুহু করে বিক্রি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া রাখিটি। মালদহের মানুষের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা চমকে দেওয়ার মতো। ইতিমধ্যেই তার অর্ধেকের বেশি রাখি বিক্রি হয়ে গিয়েছে। আরো অর্ডার দিয়েছেন তিনি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এ প্রসঙ্গে, ইংলিশবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের ভারপ্রাপ্ত জেলা সভাপতি দুলাল সরকার জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা নিয়ে নতুন করে মন্তব্য করার কিছু নেই।  রাখিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থাকায় মানুষের মধ্যে যে উন্মাদনা দেখা যাচ্ছে তা নতুন কিছু নয়,স্বাভাবিকই। একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হওয়ায় তিনি যথেষ্ট গর্বিত এ বিষয়ে এমনটাই জানালেন এদিন।

অন্যদিকে,মালদহের এক স্কুলের শিক্ষকের বক্তব্য,মমতা বন্দ্যোপাধ্যায় একজন ‘বর্ণময় চরিত্র’। দলের কাছে তাঁর ভূমিকা যে গুরুত্বপূর্ণ হবে তা তো স্বাভাবিকই। শিক্ষার্থীদের মধ্যেও তাঁর জনপ্রিয়তার যথেষ্ট কারণ রয়েছে। নেত্রী যেভাবে কন্যাশ্রী,সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করছেন তা সত্যিই প্রশংসাযোগ্য। তারই প্রতিফলন আজ তাঁর জনপ্রিয়তা। তবে মালদহে যেভাবে ‘মমতা-রাখি’-র মাধ্যমে বিক্রেতারা ব্যবসায় লাভের মুখ দেখছে, তাতে তাঁরা উচ্ছ্বসিত। সবই মমতা-ম্যাজিকের কামাল-এমনটাই দাবী মালদহের রাখি বিক্রেতাদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!