এখন পড়ছেন
হোম > জাতীয় > মার্ক্সকে উদ্ধৃত করে সুপ্রিম কোর্টকে ‘ভুল’ প্রমান বামনেতার – শোরগোল রাজ্য রাজনীতিতে

মার্ক্সকে উদ্ধৃত করে সুপ্রিম কোর্টকে ‘ভুল’ প্রমান বামনেতার – শোরগোল রাজ্য রাজনীতিতে

সম্প্রতি সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলায় ধরাশায়ী বিরোধী শিবির। প্রসঙ্গত রাজ্যে সদ্য সমাপ্ত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মোট আসনের ৩৪ শতাংশ অর্থাৎ প্রায় ২২০০০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসকদলের জয়কে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। দেশের শীর্ষ আদালতের এই রায় নিয়ে সওয়াল তুলে সোস্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কে জড়ালেন পূর্ব বর্ধমানের সিপিএম নেতা সুকান্ত কোনার।

এদিন তিনি সংশ্লিষ্ট পোস্টে  কার্ল মার্কসকে উদ্ধৃত করে সুপ্রিম কোর্টের নিরপেক্ষতা প্রসঙ্গে সওয়াল করেন। আইনজীবিদের মতে এই কাজ একপ্রকার আদালত অবমাননা মূলক। তবে দলীয় খোদ বাম শিবিরেই ব্যাপকভাবে সমালোচিত সুকান্ত কোনার। দলের নেতার এই কার্যকলাপ সম্পর্কে দলীয় নেতৃত্বের অভিমত সুকান্ত কোনার ফেসবুকে যা লিখেছেন, তা তাঁর ব্যক্তিগত মত। যার সাথে দল কোনোভাবেই সম্পর্কিত নয়।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

উল্লেখ্য শুক্রবার রাতে এই সিপিএম নেতা ফেসবুকে লিখলেন, ‘মহান মার্কস বলেছেন, শ্রেণিবিভক্ত সমাজে বিচারব্যবস্থা কখনই শ্রেণি নিরপেক্ষ হতে পারে না। পশ্চিমবাংলায় পঞ্চায়েত নির্বাচনে সুপ্রিম কোর্টের রায়ে মার্কসের কথার সত্যতা প্রমাণিত হল। এই রায়ে সুপ্রিম কোর্টের মুখ পুড়ল।’

 

এদিকে এতকিছু পরেও মন্তব্যটি ফেসবুক থেকে মুছে ফেলতে নারাজ সিপিএম নেতা সুকান্ত কোনার। তাঁর সাফ কথা, ‘যা লিখেছি, ভেবেচিন্তে লিখেছি। কেউ মামলা করতে চাইলে করতে পারে। আমি প্রস্তুত।’

https://www.facebook.com/sukanta.konar.7/posts/1761847153913672

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!