এখন পড়ছেন
হোম > জাতীয় > সুপ্রিম কোর্ট এর নির্দেশে কর্ণাটক নিয়ে বিজেপির অগ্নিপরীক্ষা কাল

সুপ্রিম কোর্ট এর নির্দেশে কর্ণাটক নিয়ে বিজেপির অগ্নিপরীক্ষা কাল

সুপ্রিম কোর্ট এর নির্দেশে বিজেপির অগ্নিপরীক্ষা কাল। আর ১৫ দিনের অপেক্ষা নয় আগামীকালই ইয়েদুরাপ্পাকে বিধানসভায় শক্তি পরীক্ষার নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের তিন সদস্যের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠলে ইয়েদুরাপ্পার আইনজীবী জানান ইয়েদুরাপ্পা শক্তি পরীক্ষা দিতে প্রস্তুত। আর এরপরই সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। কর্নাটকে বিজেপির বিধায়ক ১০৪ জন, কংগ্রেস-জেডি (এস)-র ১১৭ জন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাই সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজনে ইয়েদুরাপ্পাকে কংগ্রেস ও জেডি(এস)-এর মধ্যে ভাঙ্গন ধরাতে হবে। এদিকে রাহুল ও কুমারস্বামীর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হলো নিজের দলের বিধায়কদের একজোট রাখা। সে কারণেই নির্বাচিত বিধায়কদের হায়দরাবাদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ইয়েদুরাপ্পার দাবি অনুযায়ী ১৫ দিনের অপেক্ষার প্রয়োজন নেই সংখ্যাগরিষ্ঠতায় তিনিই জিতবেন। কিন্তু জেতার কৌশল বিষয়ে তিনি মুখ খোলেন নি। এদিকে কংগ্রেসের ধারণা অনুযায়ী তাদের দলের আনন্দ সিংহ ও প্রতাপ গৌড়া পাটিলসহ তাদের অন্তত তিন বিধায়ক বিজেপিতে যোগ দেবেন। বিজেপির অভিযোগ কংগ্রেস তাদের বিধায়কদের সই জাল করেছে। অন্যদিকে কংগ্রেস ও কুমারস্বামী অভিযোগ সহকারে জানায় বিজেপি তাদের ইডি ও সিবিআইয়ের ভয় দেখাচ্ছে। এমতাবস্থায় কর্ণাটকের রাজনৈতিক সমীকরণ ঠিক কি হয় তাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!