এখন পড়ছেন
হোম > জাতীয় > ব্রেকিং নিউজ – উস্কানিমূলক বক্তব্যের জেরে সুপ্রিম কোর্টের নোটিশ যোগী আদিত্যনাথকে

ব্রেকিং নিউজ – উস্কানিমূলক বক্তব্যের জেরে সুপ্রিম কোর্টের নোটিশ যোগী আদিত্যনাথকে

অনেকদিন আগে করা একটি প্ররোচনা মূলক মন্তব্যের জেরে বর্তমানে চাপের মুখে  উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবারই এই বিষয়ে সুপ্রিম কোর্ট , উত্তরপ্রদেশ সরকার এবং রাজ্য পুলিস বিভাগকে নোটিশ দিয়েছে। প্রসঙ্গত এই মামলায় এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছিলো। এদিন সুপ্রিম কোর্টের  প্রধান বিচারপতি দীপক মিশ্র সেই আবেদনে সম্মতি জানিয়ে এই নোটিশ জারী করলেন।

এদিকে উত্তরপ্রদেশ সরকার এলাহাবাদ হাইকোর্টে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে আনা অভিযোগ মানতে নারাজ। এদিন সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকারকে এই নোটিশ জারী করে আগামী চার সপ্তাহের মধ্যে তার জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য ২০০৮ সালে আসাদ হায়াত এবং পারভেজ নামের দুই যুবক ২০০৭ সালে গোরক্ষপুরে দাঙ্গার নেপথ্যে যোগী আদিত্যনাথের উস্কানিমূলক বক্তব্যকে দায়ী করে এলাহাবাদ হাইকোর্টে এই ঘটনার জন্যে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন। ঐ সময়ে যোগী আদিত্যনাথ সংশ্লিষ্ট এলাকার সাংসদ ছিলেন বলে জানা যাচ্ছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তাঁকে ঐ সময়ে গ্রেফতার ও করা হয়। তিনি ১১ দিন পুলিশ হেফাজতে ছিলেন। জনৈক দুই যুবকের আবেদনে বলা হয় ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩০৭, ১৫৩এ, ৩৯৫ এবং ২৯৫ ধারায় যোগী আদিত্যনাথের বিরুদ্ধে তদন্ত শুরু হোক। সেই সময়ে এই মামলার তদন্তের দায়িত্ব পায় সিআইডি। এবং রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের তদন্তে প্রমাণ হয় যে অডিও ক্লিপিংটি বিজেপি নেতা যোগী আদিত্যনাথেরই। অবশ্য এই বছর ১লা ফেব্রুয়ারী  এলাহাবাদ হাইকোর্ট যোগী আদিত্যনাথ সহ ৮ জন অভিযুক্তকে নির্দোষ জানিয়ে মামলা খারিজ করে দেয়। তখনই এই মামলার দুই আবেদনকারীদের মধ্যে একজন সুপ্রিম কোর্টে দরবার করে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!