এখন পড়ছেন
হোম > জাতীয় > সুপ্রিম কোর্টের নির্দেশে আটকে ভোটের ফল, জট ছাড়াতে নবান্নের দিকে তাকিয়ে মন্ত্রী

সুপ্রিম কোর্টের নির্দেশে আটকে ভোটের ফল, জট ছাড়াতে নবান্নের দিকে তাকিয়ে মন্ত্রী

পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। আইন মোতাবেক এইবার পঞ্চায়েতের জয়ী প্রার্থীদের নামে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার কথা।  কিন্তু এই ব্যাপারে বেশ দ্বিধাগ্রস্ত রাজ্যের পঞ্চায়েত দফতর। তাই নির্বাচনে জয়লাভের পরেও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রায় ৪৮ হাজার বিজয়ী প্রার্থী তাদের নাম সরকারী নথিতে ওঠার বিষয়ে খানিক দ্বিধাগ্রস্ত। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে নানা জটিলতার বিহিত করতে মামলা দায়ের হয়েছে সুপ্রীম কোর্ট  অবধি। যার দরুন মামলার রায় না বের হওয়া অবধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা প্রার্থীদের নামে গেজেট বিজ্ঞপ্তি দেওয়া যাবে না। প্রসঙ্গত আগামী ৩ রা জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই প্রসঙ্গে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বললেন, ”বিজ্ঞপ্তি এখনই দেওয়া হবে, না কি সর্বোচ্চ আদালতের রায় দেখে ঠিক করা হবে, সে ব্যাপারে নবান্নের মতামত নেওয়া হচ্ছে। নবান্নের নির্দেশ মেনেই এগনো হবে।” তবে তিনি আরও জানালেন নির্বাচন হয়ে গিয়েছে। তাই অপ্রথাগত ভাবেই নতুন পঞ্চায়েত গঠনের যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে। অবশ্য পঞ্চায়েত দফতরের তরফ থেকে জানা গিয়েছে  ত্রিস্তর পঞ্চায়েতের ফলাফল বেরিয়ে গেলেও এখনই কোথাও বোর্ড গঠন হবে না। কারণ, ২০১৩ সালে গঠিত পঞ্চায়েতগুলির মেয়াদ রয়েছে অগষ্ট মাসের মাঝামাঝি পর্যন্ত। দফতরের এক আমলা জানালেন বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেলেই পঞ্চায়েত সদস্য-সদস্যাদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হবে। তাদের পঞ্চায়েত আইন, কাজের পদ্ধতি, সদস্য-সদস্যার ভূমিকার বিষয়ে অবহিত করা হবে। গ্রাম পঞ্চায়েতের সদস্যদের জেলা সদরেই প্রশিক্ষণ দেওয়া হবে। একই ভাবে চলবে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্যদের প্রশিক্ষণও। ৪৮,০০০ বিজয়ী প্রার্থীকে প্রশিক্ষণ দিতে জুলাই মাস অতিবাহিত হয়ে যাবে বলে জানা গেলো। এক পঞ্চায়েত দফতরের আমলার ভাষায়, ” অন্যবার পঞ্চায়েত গঠিত হওয়ার পর প্রশিক্ষণ দেওয়া হত। এ বার পঞ্চায়েত গঠনের আগেই তিন মাস সময় পাওয়া যাচ্ছে। এর মধ্যেই সুপ্রিম কোর্টের রায়ও এসে যেতে পারে পারে বলে আশা করছি। ফলে পঞ্চায়েত সদস্যরা প্রশিক্ষিত হয়েই কাজে নামতে পারবেন।”

 

 

 

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!