এখন পড়ছেন
হোম > জাতীয় > সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলা – বিরোধীদের অভিযোগের ব্যবস্থা নিয়ে রিপোর্ট চাইল কমিশন

সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলা – বিরোধীদের অভিযোগের ব্যবস্থা নিয়ে রিপোর্ট চাইল কমিশন

রাজ্যে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের অভিযোগের ভিত্তিতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সংক্রান্ত একটি রিপোর্ট ২৪ শে জুলাই মধ্যে পেশ করার নির্দেশ দিয়েছিলো সুপ্রিম কোর্ট। জানা যাচ্ছে এই রিপোর্টের ভিত্তিতেই আগামী ৬ ই অগষ্ট  সুপ্রিম কোর্টে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলাটির শুনানি শুরু হবে। তার আগে জেলায় জেলায় চিঠি দিয়ে তথ্য চাওয়া হয়েছে অ্যাকশন টেকেন রিপোর্ট(এটিআর) তৈরী করার জন্যে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও জেলা ওই তথ্য না দিলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসন কোনওরকম এটিআর নেয়নি বলে রিপোর্ট জমা দেওয়া হবে সুপ্রিম কোর্টে, একথা আগাম জানানও হয়েছিলো রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে। প্রসঙ্গতঃ বিজেপি নেতা মুকুল রায় সহ বেশ কয়েকজন পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিষয় যেমন মনোনয়নপত্র জমা দিতে বাধা, মনোনয়নপত্র প্রত্যাহারে চাপ, ভোটের দিন সন্ত্রাস ইত্যাদি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগ করেছিলেন।

অভিযোগপত্রে সমস্ত জেলার নাম উল্লেখ থাকায় রাজ্য নির্বাচন কমিশন সেইসব অভিযোগ জেলায় জেলায় পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল। এরপর নির্বাচন সংক্রান্ত ত্রুটি নিয়ে সুপ্রিম কোর্টে বিরোধীরা মামলা দায়ের করলে দেশের উচ্চ আদালতের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনকে বিরোধীদের অভিযোগের ভিত্তিতে জেলা ভিত্তিক ভাবে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়।

রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে জেলা গুলি নির্দেশ পাওয়ার পরে  জেলায় জেলায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিকেরা তাঁদের হাতের সব কাজ ফেলে রেখে পঞ্চায়েত নির্বাচনে কমিশনের ফরওয়ার্ড করা অভিযোগগুলির ভিত্তিতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট প্রস্তুত করছে।

পূর্ব বর্ধমান জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিক সুশান্তকুমার ভক্তা এই প্রসঙ্গে জানালেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই রিপোর্ট রাজ্য নির্বাচন কমিশনের দফতর পাঠিয়ে দেওয়া হবে। ঐ জেলারই অতিরিক্ত জেলাশাসক(শিক্ষা) প্রবীরকুমার চট্টোপাধ্যায় জানালেন মুকুল রায় সহ মোট ছ’জনের অভিযোগের ভিত্তিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট নির্দিষ্ট সময়ের আগেই কমিশনের দফতরে পাঠিয়ে দেওয়া হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!