এখন পড়ছেন
হোম > জাতীয় > সুপ্রিয় কোর্টে বড় জয় পেল রাজ্য সরকার! জেনে নিন !

সুপ্রিয় কোর্টে বড় জয় পেল রাজ্য সরকার! জেনে নিন !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার সরকারি হাসপাতালে কর্মরত ডাক্তারদের মামলায় বড়সড় জয় পেল রাজ্য সরকার। সূত্রের খবর, সোমবার এই ব্যাপারে দেশের শীর্ষ আদালতের পক্ষ থেকে রায়দান প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। এদিন এই ব্যাপারে বিচারপতি অরুন মিশ্র, ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, বিনীত সরন, এম আর শাহ, অনিরুদ্ধ বসুর বেঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ইন সার্ভিস ডাক্তারদের জন্য রাজ্য তার কোটা ব্যাবস্থা বহাল রাখতে পারবে। তবে যারা কোটা ছাড়া ভর্তি হয়েছেন, তাদের ক্ষেত্রে এই রায় কোনো মতেই প্রভাবিত হবে না বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।

যার ফলে নানা মহলে তৈরি হয়েছে গুঞ্জন। তবে আদালতের পক্ষ থেকে যেভাবে সংরক্ষণের ব্যাপারে রাজ্যই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে, তাতে রাজ্যজুড়ে তৈরি হয়েছে খুশির হাওয়া। প্রসঙ্গত উল্লেখ্য, এমবিবিএস পাশ করার সরকারি ডাক্তারদের বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার জন্য এমডিএমএস কোর্স করতে হয়। কিন্তু সেই কোর্সে in-service ডাক্তারদের জন্য পশ্চিমবঙ্গ সরকার 40 শতাংশ কোটার বন্দোবস্ত করেছিল। তবে সম্প্রতি এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানায় সরকারি হাসপাতালে কর্মরত নয় এমন বেশ কিছু প্রার্থীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তারপরেই রাজ্য কোনো কোটা রাখতে পারবে না বলে জানিয়ে দেয় এমসিআই। ফলে গোটা পরিস্থিতিতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। কার হাতে গোটা ব্যাপারটি থাকবে, তা নিয়ে তৈরি হয় গুঞ্জন। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে, কলকাতা হাইকোর্ট থেকে তা পৌঁছে যায় শীর্ষ আদালতের দরজায়। আর পাঁচ বিচারপতির বেঞ্চে শুনানিতে এই গোটা ঘটনায় রাজ্যই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়ে দেন। যার ফলে এবার গোটা বিষয়টি যে কার্যত রাজ্য সরকারের হাতেই চলে এল, সেই ব্যাপারটি স্পষ্ট সকলের কাছে। এখন এই পরিস্থিতিতে সরকারি হাসপাতালে কর্মরত ডাক্তারদের মামলায় রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টে বড় জয় পেল, তা বলার অপেক্ষা রাখে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!