এখন পড়ছেন
হোম > জাতীয় > যাঁদের হত্যা করা হয়েছে এফআইআর তাঁদের বিরুদ্ধেই! শিবিরের অবাক হলফনামায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনা

যাঁদের হত্যা করা হয়েছে এফআইআর তাঁদের বিরুদ্ধেই! শিবিরের অবাক হলফনামায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনা

সুপ্রিম কোর্টের তীব্র তিরস্কারের সম্মুখীন সিবিআই অধিকর্তা অলোক কুমার ভার্মা। এদিন আদালতের বিচারপতিরা মণিপুরের ধারাবাহিক খুনের ঘটনায় সিবিআইয়ের দেওয়া হলফনামায় অসন্তুষ্ট হলেন। প্রসঙ্গত, উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যের ধারাবাহিক খুনের ঘটনায় দেখা যাচ্ছে খুন হয়ে যাওয়া মৃত ব্যক্তিদের নামে এফআইআর দায়ের করা হয়েছে। কিন্তু যাঁরা খুনের ঘটনায় আসল অপরাধী অর্থাৎ খুনী তারা দিব্যি সমাজের বুকে কলার উঁচিয়ে ঘুরে বেরাচ্ছে!

এই নথি দেখার পরে আদালত শুনানি চলাকালীনই ঘটনাটিকে বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছে। প্রসঙ্গত, এদিন আদালতে ১ হাজার ৫২৮ টি মামলার শুনানি ছিল। আদালত সেখানে অসম রাইফেলসের এবং সেনাবাহিনীর গুলিতে খুন হওয়া ব্যক্তিদের সাথে হওয়া ঘটনার বিষয়ে বিশদে তথ্য জানতে চেয়েছিল। আদালতের নির্দেশ মতন সিবিআইয়ের তরফ থেকে যা পেশ করা হলো তা কার্যতই সিবিআই অধিকর্তাকে সুপ্রিম কোর্টের তিরস্কারের মুখে ফেলে দিলো।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এমনিতেই জানা যাচ্ছে ২৭ শে জুলাই ছিলো আদালতের চার্জশিট জমা দেওয়ার প্রস্তাবিত দিন। নির্ধারিত দিনে আদালতে তথ্য পেশ করতে এমনিতেই ব্যর্থ সিবিআই, তারপরে এদিন তথ্য জমা দিলেও তা ভুলে ভরা বলে অভিযোগ। ফলে দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিদের উষ্মা বেরিয়ে আসে জ্বলন্ত আগ্নেয়গিরির মত, আর তারফলেই চূড়ান্ত চাপের মুখে দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা বলে সূত্রের খবর।

এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি মদন বি লোকুর এবং দীপক গুপ্তর ডিভিশন বেঞ্চ সিবিআই কর্তাকে সওয়াল করে বললেন, “আপনার রিপোর্ট অনুযায়ী ১৪ জন খুন হয়েছে এবং যারা খুন করেছে তারা নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে?‌ এদের কাউকে গ্রেপ্তার করতে পারেননি?‌ আর যারা খুন হয়েছেন তাঁদের বিরুদ্ধে এফআইআর করেছেন – এটা অবিশ্বাস্য”! জানা যাচ্ছে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২০ শে আগস্ট। ঐদিন আদালত, সিবিআইকে নতুন করে এই বিষয়টি পর্যালোচনা করে দেখে পুণরায় রিপোর্ট তৈরীর নির্দেশ দিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!