এখন পড়ছেন
হোম > জাতীয় > অযোধ্যার রামমন্দির নিয়ে মাত্র এক মিনিটেই বড় ফয়সালা সুপ্রিম কোর্টের – জানুন বিস্তারিত

অযোধ্যার রামমন্দির নিয়ে মাত্র এক মিনিটেই বড় ফয়সালা সুপ্রিম কোর্টের – জানুন বিস্তারিত

আজ সারা দেশের নজর ছিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দিকে। কেননা, এর আগে গত ২৯ শে অক্টোবর সুপ্রিম কোর্ট জানিয়েছিল, নতুন বছরের শুরুতে নয়া বেঞ্চ গঠন করা হবে। সেই বেঞ্চেই শুনানি হবে বিতর্কিত অযোধ্যার রামমন্দির মামলার। আর সেই মামলার শুনানি ছিল আজ।

আজ প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি এস কে কউলের দুই সদস্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। আর মাত্র এক মিনিটের মাথায় এই ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, আগামী ১০ জানুয়ারি নতুন বেঞ্চে এই মামলাটির পরবর্তী শুনানি হবে। নয়া বেঞ্চই শুনানির নতুন দিন জানাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপির অন্যতম প্রতিশ্রুতি ছিল অযোধ্যায় রামমন্দির নির্মাণ। কিন্তু, প্রায় পাঁচ বছর কেটে গেলেও, এই নিয়ে বিজেপির তরফে সেইভাবে কোনো অগ্রগতি দেখা যায় নি। যা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন হিন্দু সংগঠনগুলি নিজেদের ক্ষোভ উগরে দিতে শুরু করেছে, চলেছে লাগাতার তীব্র আন্দোলন।

এই পরিস্থিতিতে কিছুদিন আগেই এই সর্বভারতীয় সংবাদমাধ্যমকে একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দেন, আদালতের নির্দেশ পেলেই অযোধ্যাতে রামমন্দির হবে। কেননা, আমাদের নির্বাচনী ইস্তেহারে পরিস্কার জানিয়েছিলাম, অযোধ্যা বিতর্কের সমাধান ভারতের সংবিধান মেনেই হবে। আর তাই, আপাতত সুপ্রিম কোর্টের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে আপামর দেশবাসী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!