এখন পড়ছেন
হোম > জাতীয় > সুপ্রীম কোর্টের কমিটি মানল না প্রতিবাদী কৃষকরা, কৃষি বিল নিয়ে চাপ বাড়ছে কেন্দ্রীয় সরকারের

সুপ্রীম কোর্টের কমিটি মানল না প্রতিবাদী কৃষকরা, কৃষি বিল নিয়ে চাপ বাড়ছে কেন্দ্রীয় সরকারের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে কৃষি আন্দোলন নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। দিল্লির রাজপথ বর্তমানে আশ্রয়স্থল হয়ে উঠেছে কৃষকদের। কেন্দ্রীয় সরকারের কৃষি আইনকে কালা কৃষি আইন নাম দিয়ে প্রত্যাহারের দাবিতে অটল কৃষকরা। কেন্দ্রীয় সরকারের সঙ্গে বেশ কয়েকবার আলোচনায় বসেও কৃষকদের সমস্যার সমাধান হয়নি। অতএব সমস্যা মেটাতে এবার হস্তক্ষেপ করল দেশের শীর্ষ আদালত। গতকালই কৃষক সমস্যা মেটাতে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই তৈরি হয়েছে চার সদস্যের একটি কমিটি। কিন্তু কৃষকেরা এই কমিটিকে কোন ভাবেই মানছেন না। সুতরাং সমস্যা কমে যাওয়ার বদলে বেড়ে গিয়েছে।

এর পিছনে কারণ, কৃষকদের দাবি সুপ্রিম কোর্ট যে কমিটি তৈরি করেছে সেই কমিটিতে এমন সব সদস্য রয়েছেন, যারা বরাবরই কেন্দ্রীয় সরকারের কৃষি আইনকে সমর্থন জুগিয়েছেন। আর এবার শোনা যাচ্ছে, সুপ্রিমকোর্টের কমিটি থেকে সরে দাঁড়ালেন ভারতীয় কিষাণ ইউনিয়নের সভাপতি ভূপিন্দর সিং মান। প্রসঙ্গত, সুপ্রিমকোর্টের কমিটি তৈরি হয়েছে কৃষি অর্থনীতিবীদ অশোক গুলাটি, ভারতীয় কিষাণ ইউনিয়নের সভাপতি ভূপিন্দর সিং মান, শ্বেতকারী সংগঠনের সভাপতি অনিল ঘানওয়াত এবং আন্তর্জাতিক খাদ্য নীতি বিশেষজ্ঞ প্রবোধ কুমার যোশীকে নিয়ে। কৃষকদের সংগঠন থেকে দাবি করা হয়েছে, যে চার প্রতিনিধিকে নিয়ে কমিটি তৈরি হয়েছে তাঁরা প্রত্যেকেই সরকার ঘনিষ্ঠ এবং কেন্দ্রের নতুন কৃষি আইনের সমর্থক।

তাই কোনভাবেই কৃষকরা তাঁদের সাথে আলোচনায় যাবেননা বলে জানিয়েছেন ইতিমধ্যেই। পাশাপাশি কৃষকরা এই কমিটির বিরুদ্ধে আন্দোলন আরো জোরদার করার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তার মধ্যেই এবার এই কমিটির একমাত্র কৃষক প্রতিনিধি ভূপিন্দর সিং মান কমিটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, ভূপিন্দর সিং মান কৃষক আন্দোলনের নেতা হলেও তিনি এবং তাঁর সংগঠন পুরোপুরি সরকারের বিপক্ষে ছিলেন না। শুধুমাত্র ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে সরকারের সাথে তাঁদের বিরোধিতা চলছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু কমিটি তৈরি হওয়ার পর কৃষকদের যে ক্ষোভ তৈরি হয়, সে কথা মাথায় রেখে বৃহস্পতিবার ভারতীয় কিষাণ ইউনিয়নের তরফ থেকে একটি টুইট করে দাবি করা হয়, সুপ্রিম কোর্টের কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন সংগঠনের সভাপতি। যদিও এখনো পর্যন্ত ভূপিন্দর সিং নিজে কিছু জানাননি এই সিদ্ধান্ত নিয়ে। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, যত দিন যাচ্ছে ততই কৃষক আন্দোলন জোরদার হচ্ছে। সামনেই 26 শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। আর সেদিন দিল্লির রাজপথে কৃষকরা করতে চলেছেন ট্রাক্টর র‍্যালি, যা যথেষ্ট চিন্তা বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকারের।

আপাতত দেখা যাচ্ছে, সুপ্রিমকোর্টের কমিটিও কৃষকদের মন রাখতে পারছে না। কৃষকদের একমাত্র দাবী, কেন্দ্রীয় সরকারকে 3 কৃষি আইন সংশোধন না করে পুরোপুরি প্রত্যাহার করতে হবে। বিশেষজ্ঞদের মতে, সুপ্রিম কোর্টের কমিটি পরোক্ষে কেন্দ্রীয় সরকারের নীতিকেই সমর্থন জানায়। সেক্ষেত্রে কৃষকেরা সুপ্রিমকোর্টের কমিটিকে কতদূর মান্যতা দেয়, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এই অবস্থায় কেন্দ্রীয় সরকার কি সিদ্ধান্ত গ্রহণ করে, সে দিকেই নজর সবার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!