এখন পড়ছেন
হোম > জাতীয় > সুপ্রীম কোর্টের নির্দেশে এবার বকেয়া মেটাতে তৎপর টেলিকম সংস্থাগুলি

সুপ্রীম কোর্টের নির্দেশে এবার বকেয়া মেটাতে তৎপর টেলিকম সংস্থাগুলি

গতবছর অক্টোবরে সুপ্রিম কোর্ট টেলিকম সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছিল তাদের মাথার ওপর স্পেক্ট্রাম ও লাইসেন্স ফি বাবদ যে বকেয়া রয়েছে তা যত শীঘ্র সম্ভব মিটিয়ে দিতে সরকারকে। কিন্তু শীর্ষ আদালতের নির্দেশ কানে তোলেনি টেলিকম সংস্থাগুলি। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও অধিকাংশ টেলিকম সংস্থা এক পয়সাও সরকারের ঘরে জমা করেনি, যা আদালত অবমাননার শামিল হিসাবে ধরা হচ্ছে। আর তাই পরবর্তীতে আরো কড়া পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র। শাস্তির ইঙ্গিত পেয়ে ইতিমধ্যে দেশের বৃহৎ টেলিকম সংস্থাগুলি বকেয়া মেটাতে তৎপরতা দেখিয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে কেন্দ্রীয় সরকারের রোষের মুখে পড়লেন তিন টেলিকম সংস্থা। প্রসঙ্গত, ভারতের প্রধান তিন টেলিকম সংস্থার কাছে সরকার পায় প্রায় এক লক্ষ কোটি টাকা। কিন্তু ইতিমধ্যে টেলিকম সংস্থার প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা এই মুহূর্তে পুরো টাকা দিয়ে বকেয়া মেটাতে পারবে না। আংশিক বকেয়া তাঁরা মেটাবেন। অন্যদিকে, সরকারি পক্ষ থেকে জানা গেছে ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং টাটা টেলিসার্ভিসেস সরকারের বকেয়া টাকা না মেটালে সরকারের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

জানা গেছে, ভারতী এয়ারটেল 20 ফেব্রুয়ারি সরকারপক্ষকে 10 হাজার কোটি টাকা মেটানোর প্রস্তাব দেয়। যদিও টেলিকম মন্ত্রক সূত্রে জানা গেছে, তাঁরা বকেয়া মেটানোর দিন আর বাড়াতে রাজি নয়। অন্যদিকে, টেলিকম মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যে টেলিকম সংস্থাগুলিকে আদালতের পক্ষ থেকে তিন মাস সময় দেওয়া হয়েছিল বকেয়া মেটানোর জন্য। কিন্তু সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও তাঁদের বকেয়া হিসাব করা হয়নি। অন্যদিকে ভোডাফোন আইডিয়া জানায়, সরকারি বকেয়া টাকার মূল্যায়ন করবে তাঁরা।

ভোডাফোন আইডিয়ার মাথায় ঋণের বোঝা সবথেকে বেশি। টেলিকম মন্ত্রক তাঁদের কাছ থেকে পায় প্রায় 53 হাজার কোটি টাকা। যেখানে ভোডাফোন আইডিয়া সাকুল্যে 2500 কোটি টাকা দিতে চেয়েছে। কিন্তু সুপ্রিমকোর্টে ভোডাফোনের এই আংশিক বকেয়া মেটানোর দাবিটি সাথে সাথেই নাকচ করে দেয়। তার ফলে ভোডাফোন আইডিয়ার সামনে এখন সমূহ বিপদ। সূত্রের খবর, গত 23 শে জানুয়ারির মধ্যে সরকারকে 1.47 লক্ষ কোটি টাকা শোধ করার কথা টেলিকম সংস্থাগুলিকে বলা হয় সুপ্রিমকোর্টের পক্ষথেকে। কিন্তু সময়সীমা পেরিয়ে যাবার পরেও ওই বকেয়া মেটানো হয়নি টেলিকম সংস্থাগুলির পক্ষ থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উল্লেখ্য, শুধুমাত্র রিলায়েন্স জিও সরকারের প্রাপ্ত বকেয়া মিটিয়ে দিয়েছে। সরকারের বকেয়া না মেটানোর তালিকায় আছে ভারতের উল্লেখযোগ্য টেলিকম সংস্থাগুলি। তাঁদের মধ্যে বিএসএনএল এবং এম টি এন এলও আছে বলে জানা গেছে। এখনো পর্যন্ত খবর, ভোডাফোন আইডিয়ার সরকারের কাছে বকেয়া 53 হাজার কোটি টাকা। টাটা টেলিসার্ভিস এর কাছে সরকার পায় 13 হাজার 800 কোটি টাকা। বিএসএনএল ও এমটিএনএল এর বকেয়ার পরিমাণ যথাক্রমে 4989 কোটি টাকা এবং 3122 কোটি টাকা। সর্বশেষ, এয়ারটেল সরকারের কাছে বাকি রেখেছে 35 হাজার কোটি টাকা।

ইতিমধ্যে নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করেছে রিলায়েন্স কমিউনিকেশন এবং এয়ারসেল। ফলে এই দুটি সংস্থাই বন্ধ হয়ে গেছে ভারতে। এছাড়াও বেশ কিছু সংস্থা বকেয়া না মিটিয়ে ইতিমধ্যে ব্যবসা গুটিয়ে নিয়েছে ভারতের বুক থেকে। সম্প্রতি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ভারতের টেলিকম মন্ত্রককে যথেষ্ট ভর্ৎসনা করা হয়, এই কোম্পানিগুলোর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নেওয়ার জন্য। সূত্রের খবর, এখনো পর্যন্ত টেলিকম মন্ত্রকের পক্ষ থেকে চারবার নোটিশ গেছে সংস্থাগুলিতে। কিন্তু তারপরেও এখনো পর্যন্ত বকেয়া মেটায়নি সংস্থাগুলি। তাই এবার সরাসরি টেলিকম মন্ত্রক সংস্থাগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

জানা গেছে, শীর্ষ আদালতের দেওয়া তিন মাসের মেয়াদ শেষ হওয়ার পর টেলিকম মন্ত্রক জানিয়েছিল, আদালত অবমাননা স্বত্ত্বেও সংস্থাগুলির বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে না। এবং টেলিকম মন্ত্রণালয় এই ঘোষণা করার পরেই এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার মতন সংস্থাগুলি জানিয়েছিল, সুপ্রিম কোর্টের শেষ নির্দেশ না আসা পর্যন্ত তাঁরা বকেয়া মেটাবে না। কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশে টেলিকম কোম্পানিগুলি বকেয়া মেটানোর জন্য তৎপরতা দেখিয়েছে। তবে এয়ারটেল ইতিমধ্যে বকেয়ার কিছু অংশ মিটিয়ে দিলেও ভোডাফোন আইডিয়া আশঙ্কাজনক অবস্থায় দিন কাটাচ্ছে। আপাতত পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে শঙ্কিত টেলিকম বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!