এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেতেই কেন্দ্রীয় সরকারের কাছে বাংলায় ২ প্রকল্প চালুর আবেদন মমতার

সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেতেই কেন্দ্রীয় সরকারের কাছে বাংলায় ২ প্রকল্প চালুর আবেদন মমতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধ মুখ হিসেবে ভারতের রাজনৈতিক অঙ্গনে যথেষ্ট পরিচিত আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত দুটি বিশেষ প্রকল্প কিষাণ সম্মান নিধি যোজনা ও আয়ুষ্মান ভারত যোজনা এরাজ্যে চালু করতে বিশেষ অনীহা ছিল মুখ্যমন্ত্রীর। এই প্রকল্পদুটি রাজ্যে চালু না হওয়ায় বারবার সমালোচিত হতে হয়েছে রাজ্য সরকারকে। শেষ পর্যন্ত এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর বিশেষ ভাবে অবস্থান বদল রাজ্য সরকারের। এই প্রকল্প দুটি রাজ্যে চালু করতে দুই কেন্দ্রীয় মন্ত্রীকে গত ৯ ই সেপ্টেম্বর বিশেষ চিঠি পাঠালো রাজ্য সরকার।

প্রসঙ্গত, আজ মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীকে কিষাণ সম্মান নিধি যোজনা পশ্চিমবঙ্গে চালু না করায় মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে অভিযুক্ত করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনটি টুইট করেন রাজ্যপাল। যেখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন যে, কিষাণ সম্মান নিধি যোজনা পশ্চিমবঙ্গের চালু না হওয়ায়, এই রাজ্যের ৭০ লক্ষ কৃষক ৮,৪০০ কোটি টাকার সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এই প্রকল্প চালু হলে ১২ হাজার টাকা করে ব্যাংক একাউন্টে পেতে পারতেন কৃষকেরা। কিন্তু রাজ্য সরকার এই প্রকল্প এ রাজ্যে চালু না করায় কৃষকেরা এই সুবিধা থেকে বঞ্চিত আছেন। এ প্রসঙ্গে তিনি আরো জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য সমস্ত রাজ্যের কৃষক কেন্দ্রের এই প্রকল্প দ্বারা বিশেষভাবে উপকৃত হয়েছেন।

রাজ্যপালের এক টুইটের জবাব এগিয়ে এলো রাজ্য প্রশাসন। যেখানে রাজ্যপালকে টুইট করে জানানো হল, চলতি মাসের ৯ তারিখ পশ্চিমবঙ্গে কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্প চালু করতে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে চিঠি পাঠিয়েছে রাজ্য সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে পশ্চিমবঙ্গ সহ ৬ টি রাজ্যকে নোটিশ পাঠানো হয়েছিল, যেখানে সুপ্রিমকোর্ট জানতে চেয়েছিল যে, বিরোধী শাসিত এই রাজ্যগুলিতে কেন করোনা সংক্রমণ কালেও আয়ুষ্মান ভারত প্রকল্পটি চালু হয়নি? এরপর পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালু করতে মুখ্যমন্ত্রী ৯ তারিখে চিঠি পাঠিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের কাছে। সেখানে তিনি পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালু করার জন্য বিশেষ আবেদন জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী সেদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে জানিয়েছিলেন যে, এই প্রকল্পের টাকা হাতে পেলেই তিনি পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালু করতে উৎসাহী। এই চিঠিটিও টুইট করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে।

তবে, পশ্চিমবঙ্গে এই দুটি কেন্দ্রীয় প্রকল্প এতদিন কেন চালু হয়নি? তার জবাবে মুখ্যমন্ত্রী ওই চিঠিগুলিতে জানিয়েছিলেন যে, পশ্চিমবঙ্গে স্বাস্থ্য সাথী প্রকল্প চালু থাকায় তার জন্য যথেষ্ট সুবিধা পাচ্ছেন রাজ্যবাসী। অন্যদিকে, কিষান সম্মান নিধি প্রকল্প পশ্চিমবঙ্গে চালু না থাকলেও, এ রাজ্যে কৃষকবন্ধু প্রকল্প চালু থাকায় তার বিশেষ সুবিধা লাভ করছেন বাংলার কৃষকেরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!