এখন পড়ছেন
হোম > রাজ্য > ‘সুরক্ষিত নারী, সুরক্ষিত বাংলা’ স্লোগানকে সামনে রেখে বাংলায় পরিবর্তনের ডাক বিজেপির

‘সুরক্ষিত নারী, সুরক্ষিত বাংলা’ স্লোগানকে সামনে রেখে বাংলায় পরিবর্তনের ডাক বিজেপির


রাজ্য সরকারের সিদ্ধান্তের এই বিরুদ্ধে রাজ্যজুড়ে আন্দোলন করবেএদিন এমনটাই জানানো হলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফ থেকে।এদিন কোচবিহারের গুন্জবাড়ি এলাকার বিবেক তীর্থ ভবনে জেলা বিদ্যার্থী সম্মেলনে কেন্দ্রীয় সম্পাদক কিশোর বর্মন  জানান ” রাজ্যের কলেজগুলিতে নির্বাচিত ছাত্র সাংসদগুলিকে ভেঙে ছাত্র কাউন্সিল গঠন করা উচিত নয়। তাই রাজ্য সরকারের সিদ্ধান্তের এই বিরুদ্ধে রাজ্যজুড়ে আন্দোলন করবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।” । জানা গেছে এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক সপ্তর্ষি সরকার, জেলা প্রমুখ সমীক বাগচী, সহ প্রমুখ অনিরুদ্ধ দে সরকার সহ ১২০ জন কর্মকর্তা। সূত্রের খবর, শিক্ষাঙ্গন ও তার বহির্ভুত ছাত্রীদের নিরাপত্তার লক্ষে ‘সুরক্ষিত নারী, সুরক্ষিত বাংলা’ আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন কিশোর বর্মনের সম্মেলনে জানান, ” কলেজ ক্যাম্পাসগুলিতে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে নির্বাচিত ছাত্র সংসদগুলি ভেঙে কাউন্সিল তৈরি করা হচ্ছে। এই সব সিদ্ধান্তের তীব্র নিন্দা করে এবিভিপি। কলেজে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে আমাদের সংগঠন।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!