এখন পড়ছেন
হোম > অন্যান্য > সুরাপ্রেমীদের জন্য বড়সড় সুখবর! এবার একধাক্কায় মদের দাম অনেকটাই কমাতে চলেছে রাজ্য সরকার!

সুরাপ্রেমীদের জন্য বড়সড় সুখবর! এবার একধাক্কায় মদের দাম অনেকটাই কমাতে চলেছে রাজ্য সরকার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লকডাউনে বাড়িতে বসে মানুষের মনে তৈরি হয়েছে অবসাদ। মনোবিজ্ঞানীদের মতে স্বাভাবিক জীবন ছেড়ে অনিশ্চিত ভাবে বাড়ি বসে থাকতেই মানুষের মনে নতুন করে অবসাদ বাসা বাঁধছে। তাই সেই সুযোগে বাড়ছে মদ্যপানের চাহিদা। অন্যদিকে মদ্যপানের কারণে পারিবারিক অশান্তি, গার্হস্থ্য হিংসা প্রভৃতি নানা অপরাধমূলক কাজের খবর আসছে প্রতিনিয়ত। তাই এই পরিস্থিতিতে মদ্যপান যে কতটা ক্ষতি করছে মানুষের তা বলা বাহুল্য।

অন্যদিকে মানুষের মধ্যে মদ্যপানের এই চাহিদা মাথায় রেখে দেশের আর্থিক উন্নতিতে সরকার সুযোগ নিয়েছিল, আর তাই মদ বিক্রিতে চাপানো হয়েছিল বেশ বড় রকমের ট্যাক্সের অঙ্ক। অনেক মানুষই মনে করছিলেন যে এতে হয়ত সরকারের অনেকটাই লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে বেশি টাকা দিয়েও মদ খাবার সম্ভাবনা দেখা গিয়েছিল। তবে এবার তাদের জন্য এসে গেছে নতুন সুখবর। কারণ মদ বিক্রিতে অনেকটাই দাম কমাতে চলেছে রাজ্য সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি কনফেডারেশন অফ ইন্ডিয়ান আলকোহলিক বেভারেজেস কম্পানির তরফ থেকে প্রকাশিত একটি রিপোর্টে দেখা গেছে, অতিরিক্ত শুল্ক যে মাসে চাপানো হয়েছিল তার থেকে আগের মাসগুলিতে মদ বিক্রির সংখ্যা অনেক বেশি। সুতরাং অতিরিক্ত শুল্কের কারণেই হয়তো বর্তমানে মন্দা সৃষ্টি হয়েছে মদ ব্যবসায়। সেখানে বলা হয়েছে মদ বিক্রিতে পূর্বের দামের ওপর ১৫ থেকে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিল রাজ্য সরকার। যাতে কিনা মদ বিক্রি গড়ে ৩৪ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে।

আর এরপরে সিআইএবিসি দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, যেখানে বলা হয়েছে যে বর্তমানে বিদেশী অ্যালকোহলের দাম কমানোর ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার হয়তো সায় দিতে পারে। কারণ রাজ্য সরকারের ধার্য শুল্কের ভিত্তিতে প্রায় অর্ধেকের কাছে নেমে এসেছে ব্যবসা। যেখানে এত দিন দোকান বন্ধ থাকায় এমনিতেই ধাক্কা খেয়েছে সূরা শিল্প, সেখানে রাজ্য সরকার যদি এই শুল্ক কমানোর প্রস্তাবকে গ্রহণ না করেন তবে বেশ বড়সড় আঘাত খেতে পারে মদ শিল্প। তাই রাজ্য সরকারের কাছে ৩০ শতাংশ শুল্ক কমিয়ে ৫ থেকে ১০% করার প্রস্তাব রেখেছেন কনফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যালকোহলিক বেভারেজেস কোম্পানি। এখন রাজ্য সরকার এই বিষয়ে কি পদক্ষেপ নেন, সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!